৩০ টাকার কাগজ ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা!

এক চালার মাটির ঘর। রাজমিস্ত্রির কাজ করে দু’পয়সা রোজগার হয়। কোনওরকমে চলত সংসার। সেই সংসারেই এবার হাসি ফোটাল ৩০ টাকার লটারি।

অভাবের সংসার। মাঝে মধ্যে লটারির টিকিট কাটতেন পেশায় রাজমিস্ত্রি নয়ন দুলে। হুগলি জেলার আরামবাগের নওপাড়া এলাকার বাসিন্দা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন। বৃহস্পতিবার ১ কোটি টাকা পান তিনি। রাতারাতি কোটিপতি হলেন তিনি। তবে কোটিপতি হলেও, রাজমিস্ত্রির কাজ করে যাবে বলেই জানিয়েছেন নয়ন দুলে। শুক্রবার তিনি বলেন, ‘‘কোনওরকমে সংসার চলত। মাঝে মধ্যে টিকিট কাটতাম। বাড়ির লোক আপত্তি করত। কিন্তু লটারির টিকিট টাকা এনে দিল।’’ তিনি জানিয়েছেন, এই টাকা দিয়ে সব স্বপ্ন পূরণ করবেন। ছেলেদের লেখাপড়া শেখাবেন। তিনি বলেন, জায়গা, বাড়ি কিনব। ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। ওদের ভালো করে লেখাপড়া শেখাব।’’

আরও পড়ুন: পিনকনকর্তাকে আড়াল? বিচারকের রোষের মুখে জেলকর্তারা

Previous articleBreaking: কোভিড আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Next articleচাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের