মহামারি আবহে এবার নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, হাই অ্যালার্ট জারি রাজ্যে

বিশ্ব জুড়ে চলছে ভাইরাসের ত্রাস। এরই মধ্যে কঙ্গো জ্বর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মহারাষ্ট্রে। এই জ্বর নিয়ে সাধারণ মানুষকে সতর্ক হতে বলেছে মহারাষ্ট্রের পালঘর জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

‘ক্রিমিয়ান কঙ্গো হেমোরজিক ফিভার’ কঙ্গো জ্বর নামে পরিচিত। পালঘর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জ্বর ছোঁয়াচে। যা সহজেই ছড়িয়ে পড়ছে। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে বা চিকিৎসা না পেলে মৃত্যুর আশঙ্কা থাকে। জেলা প্রশাসন বিশেষ করে মাংস বিক্রেতা এবং পশুপালকদের সতর্ক হতে বলেছে।পালঘর পশুপালন বিভাগের প্রশাসক ডাঃ প্রশান্ত ডি কম্বলে বলেছেন, “গুজরাতের কয়েকটি জেলায় এই জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের সীমান্তের জেলাগুলিতে এই জ্বর ছড়িয়ে পড়তে পারে।”

কীভাবে ছড়ায় এই জ্বর? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কেউ এই রোগে আক্রান্ত হলে তাঁর দেহের রক্ত বা অন্য মাধ্যমে অন্য ব্যক্তিও সংক্রমণের শিকার হতে পারেন। অর্থাৎ, এক প্রাণী থেকে অন্য প্রাণীতে সংক্রামিত হয়। সংক্রামিত প্রাণীদের রক্তের সংস্পর্শে বা সংক্রামিত প্রাণীদের মাংস খেলে এই জ্বর মানুষের হতে পারে। এছাড়াও হাসপাতালে ডাক্তাররা একই ইঞ্জেকশন সিরিঞ্জের বার বার ব্যবহার করলে এই জ্বর। তবে এর কোনও প্রতিষেধক টিকা নেই।

আরও পড়ুন:আইনি সাহায্যও নিতে দেবেনা যোগী, নির্ভয়ার আইনজীবীকে হাথরাসে আটকালো পুলিশ