Monday, August 25, 2025

আজ ফের হাথরাসে যাওয়ার চেষ্টা করবেন রাহুল, প্রিয়াঙ্কা

Date:

Share post:

প্রথম চেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হাথরসে দলিত কন্যার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর চাপ বজায় রাখতে শনিবার বিকেলে ফের নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেসের যে প্রতিনিধি দল শনিবার আবার যাবে সেখানে, তারাই এই খবর জানিয়েছে। এখন দেখার, এদিনও যোগীর পুলিশের বাধার মুখে পড়েন কি না রাহুল-প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, রাহুলদের যাওয়া আটকাতে এদিন তড়িঘড়ি ‘গৃহবন্দি’ করা হয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে।

“পৃথিবীর কোনও শক্তিই আমাকে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে না। আমি যাবই।”হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার এই টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর টুইটের পরই জল্পনা শুরু হয়, আজ কি তাহলে ফের হাথরাসে ঢোকার চেষ্টা করবেন রাহুল? তেমন হলে যোগী প্রশাসন কী করে সেটাও দেখার। ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশ প্রশাসন এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে মিডিয়ার প্রবেশের অনুমতি দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেছেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যে আমাকে হাথরাসের ক্ষুব্ধ, যন্ত্রণাক্লিষ্ট পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সহমর্মিতা জানানোর চেষ্টা থেকে রুখতে পারবে। রাহুলের টুইটের ইঙ্গিতেই স্পষ্ট, হাথরাস ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অস্ত্র ছাড়বে না কংগ্রেস। গত বৃহস্পতিবার হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল। কিন্তু হাথরাসে ঢোকার রাস্তা সিল করে রাহুল, প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তা অমান্য করার দায়ে রাহুল, প্রিয়াঙ্কাকে ওইদিন সাময়িক গ্রেফতারও করে যোগী প্রশাসন।

আরও পড়ুন-পৃথিবীর কোনও শক্তি আমার হাথরাসে যাওয়া আটকাতে পারবে না, টুইট রাহুলের

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...