Tuesday, November 11, 2025

সৌজন্যে কোভিড, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ, পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও!

Date:

Share post:

মহামারির প্রভাব কি এবার ২০২১ এর মাধ্যমিকের উপরও পড়তে চলেছে? আগামী বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি স্কুল শিক্ষা দফতর। এদিকে আগেই ইঙ্গিত মিলেছিল পিছিয়ে যেতে পারে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক। মার্চের বদলে আগামী বছর জুন মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা।

সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। চলতি বছর মার্চ মাস থেকে শুরু হয়েছে লকডাউন। তার আগে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে শিক্ষাবর্ষ। অর্থাৎ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা সব মিলিয়ে মাত্র আড়াই মাস স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চন্দ্র মান্না এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া যেতে পারে এবং সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু পরীক্ষা কবে হবে সে সম্পর্কে এখনও কোনও রূপরেখা তৈরি করা হয়নি বলে সূত্রের খবর।

সেক্ষেত্রে কবে হতে পারে মাধ্যমিক? ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক না হলে বিধানসভা ভোটের পর হতে পারে মাধ্যমিক পরীক্ষা। মূলত মার্চ থেকে মে মাস পর্যন্ত নির্বাচন পর্ব চলবে। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি শিক্ষা দফতরের পক্ষ থেকে। কেন মনে করা হচ্ছে ফেব্রুয়ারিতে মাধ্যমিক হবে না?

১. ২০২১ সালে কতটা সিলেবাসের উপর পরীক্ষা হবে তা ঠিক হয়নি।

 

২. সূত্রের খবর, মার্চ মাস পর্যন্ত ৩৫ শতাংশ সিলেবাস শেষ হয়েছে। যেসব স্কুলে চলতি বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল, তাদের সিলেবাস শেষ হয়েছে ৩৫ শতাংশ সিলেবাসও শেষ হয়নি।

 

৩. সাধারণত মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম ৬০ দিন আগে স্কুল টেস্ট পরীক্ষা হয়। মাধ্যমিকের সিলেবাস নিয়ে কোনও রূপরেখা তৈরি না হওয়ায় টেস্ট পরীক্ষা কবে হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

৪. সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত হয়ে যায়। এখনও ঘোষণা হয়নি মাধ্যমিকের পরীক্ষাসূচি। পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পর অন্তত ৫ থেকে ৬ মাস সময় দিতে হয় ছাত্রছাত্রীদের।

 

৫. মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরি থেকে প্রশ্নপত্র ছাপানোর জন্য সময় লাগে ৩ থেকে ৪ মাস। সিলেবাস না জানলে সেই কাজও সম্ভব হচ্ছে না।

 

৬. অনলাইন ক্লাস বা টেলিফোনের ক্লাসের উপর নির্ভর করে পরীক্ষা নিতে নারাজ শিক্ষা দফতরের একাংশ।

আরও পড়ুন:১০৫ দিন কোভিড পজিটিভ প্রৌঢ়া, হাসপাতালকে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ কমিশনের

spot_img

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...