রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, পুলিশের লাঠিতে আমার যত না লেগেছে, তারচেয়ে বেশি লেগেছে আমার মনে। হাওড়া ব্রিজে মিছিল নিয়ে পুলিশের প্রতিরোধে বাধা পেয়ে বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার একটা নাগাদ মিছিলকে নেতৃত্ব দিয়ে হাওড়া ব্রিজের দিকে এগিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। রুট ছিল সেন্ট্রাল এভিনিউ থেকে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ব্রিজ। দিলীপ বলেন, শান্তিপূর্ণ মিছিল ছিল। বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চালাল। বহু কর্মী-সাংবাদিক আহত হয়েছেন। আমার উপরও হামলা হয়েছে। তবে যত না লেগেছে, তারচেয়ে মনে ব্যথা লেগেছে।

দিলীপের বক্তব্য, রাজ্য সরকার কোনও গণতান্ত্রিক পথকে সমর্থন করে না। নইলে শান্তিপূর্ণ মিছিল কেন আটকাবে? কেন জলকামান, শেল ছুড়বে। আসলে রাজ্যে অস্থির পরিশ চায় তৃণমূলই। গণতান্ত্রিক আন্দোলনকে বল প্রয়োগ করে তা থামাতে চায়। এতে ভাল নয়, পরিস্থতি আরও খারাপ হবে। এই সরকার থাকবে না।

আরও পড়ুন-কম লোক, ফাঁপা নেতা, গোলমালই ভরসা বিজেপির
