কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন মাওবাদী অভিযোগে ধৃত নারায়ণ তথা মধুসূদন মণ্ডল। তিনি দীর্ঘদিন বন্দি। আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন। নথিপত্রের কাজ শেষ করে কদিনের মধ্যেই জেল থেকে বেরোবেন তিনি। তাঁর বাড়ি হলদিয়ার দুর্গাচকে।

আরও পড়ুন-বিজেপির মিছিলে কোথায় মোদির ‘দো গজ কি দুরি’!
