যেসব পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে তাঁরা শাস্তি পাবেন। নবান্ন, অভিযানে বেরিয়ে রাস্তা থেকে এই হুমকি দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিনি অভিযোগ করেন, যেভাবে গণতান্ত্রিক উপায়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই গণতন্ত্র আজ আর নেই। তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, মহিলা পুলিশ ছাড়াই বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে বিজেপি নেত্রী হুঁশিয়ারি দেন আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে এইসব পুলিশকর্মীদের শাস্তি দেওয়া হবে।

এই নবান্ন অভিযানের মাধ্যমেই গেরুয়া শিবির আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করবে বলে আশা প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-জলের ঘায়ে মূর্ছা রাজু ভর্তি হাসপাতালে
