জঙ্গলমহলে দুদিনের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে ফিরেই ভবানী ভবনে ডিজিপি-র সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ডিজির সঙ্গে বসে বিজেপির ‘নবান্ন অভিযানে’র ফুটেজ খতিয়ে দেখন বলে সূত্রর খবর।

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ। হাওড়া ময়দান, সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড, জিটি রোডে ধুন্ধুমার হয়। জিটি রোডে বোমাবাজি হয় বলে অভিযোগ। হাওড়া ময়দান এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির মিছিল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক কর্মীকে গ্রেফতারও করা হয়।

এদিন বেলা আড়াইটে নাগাদ ঝাড়গ্রাম সফর শেষে হাওড়ায় ফেরেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলায় একলব্য স্কুলমাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামার পরেই ভবানীভবন যান। কারণ, বৃহস্পতি, শুক্র দুদিন নবান্ন স্যানিটাইজেশনের জন্য বন্ধ। ফলে সোজা ভবানী ভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে ডিজি ছিলেন। ডিজির সঙ্গে বসেই মুখ্যমন্ত্রী বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ খতিয়ে দেখেন বলে ভবানী ভবন সূত্রে খবর। পরে কনফারেন্স রুমে বসেই ডিজির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পুলিশকে শাস্তির হুঁশিয়ারি লকেটের








