Saturday, August 23, 2025

ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন

Date:

Share post:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই রিপোর্টে বড় কোনও সমস্যা নেই। তবে ফের জ্বর এসেছে তাঁর। সোমবার, সন্ধের মেডিক্যাল বুলেটিনে এই কথা জানাল বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণের মাত্রাও ততটা আশঙ্কাজনক নয়, তবে সেটা মৃদু নয়, প্রভাব বাড়িয়েছে। সৌমিত্রর স্নায়বিক সমস্যা আগের মতোই রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এখনও আচ্ছন্নভাব কাটেনি। অস্থিরতা রয়েছে। মস্তিষ্কে কোন সমস্যা দেখা না দিলেও ঝিমুনি ভাব রয়েছে পুরোমাত্রায়। তবে, দেহের অন্যান্য অঙ্গ ঠিকঠাকই কাজ করছে। ১৫ জন চিকিৎসকের একটি দল সর্বক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। বিশেষ করে অভিনেতার স্নায়বিক সমস্যার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাসপাতালের তরফে সোমবার সন্ধেয় জানানো হয়েছে, আপাতত তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট  বা বিপি সাপোর্ট দেওয়া হচ্ছে না। তবে স্নায়বিক সমস্যার উন্নতি না হলে ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। দেহের অধিকাংশ অঙ্গই কাজ করছে।

তবে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেটি তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। সোমবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৪ বছরের অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি করেছে।

কোভিড সংক্রমণের পর থেকেই  বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার সামান্য উন্নতি হয়। যদিও মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, প্রবীণ অভিনেতার শারীরিক অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি। আর এটাতেই চিন্তায় চিকিৎসকরা।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...