সুযোগের সদব্যবহার, এবার রিপাবলিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের সলমন-শাহরুখ-আমিরদের

রিপাবলিক টিভি, টাইমস নাউ সহ একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন সলমন, শাহরুখ, আমির, যশরাজ ফিল্মস সহ বলিউডের ৩৮ টি প্রযোজনা সংস্থা।

সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে অভিযোগ, যেকোনো একটা ছুতো পেলেই নানাভাবে হেনস্থা করা হয় বলিউডের নামিদামী তারকাদের। সম্প্রতি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, এই সমস্যা আরও কয়েকগুন বেড়েছে। বারবার সংবাদমাধ্যমে টেনে আনা হয়েছে তাঁদের ও তাঁদের প্রযোজনা সংস্থার নাম। কখনও নেপোটিজম, কখনো মাদক-যোগ এই নিয়ে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা।

দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া পিটিশনে রিপাবলিক টিভি ও টাইমস নাও নামের দুই সংবাদমাধ্যমের নাম রয়েছে। এছাড়াও রয়েছে অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারি, রাহুল শিবশঙ্কর ও নবিকা কুমার নামে চার সাংবাদিকের নাম। এদের সকলের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো, বলিউডকে নিশানা করা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নামী তারকাদের ছবি খারাপ ভাবে তুলে ধরার অভিযোগ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন : অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি বোমা ফাটিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং। রিপাবলিক টিভি, ফক্ত মরাঠি এবং বক্স সিনেমা নামে তিনটি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে টিআরপি কেনার অভিযোগ এনেছেন তিনি। ‘হংস’ নামে এক সংস্থা এই তিন অভিযুক্ত চ্যানেলকে এই কারবার করতে সাহায্য করেছে বলে জানিয়েছেন সিং। কিছুদিন বাদেই এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন : টিআরপি-তে কারচুপির অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে, তদন্তে মুম্বই পুলিশ

মুম্বইয়ের পুলিশ কমিশনার এই অভিযোগ তুলতেই সুযোগ পেয়ে যায় বলিউড। এতদিন চুপচাপ থাকার পর এবার একেবারে কাটা ঘায়ে নুনের ছিটে দিল তারা। প্রযোজনা সংস্থাগুলির দাবি, বিচার করার জন্য আদালত আছে। যে কোনওরকমের মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। যে যে প্রযোজনা সংস্থাগুলি মামলা দায়ের করেছে, তাদের নাম হল-

• দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া (পিজিআই) ২
• দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিন্টা)
• ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউন্সিল
• স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন
• আমির খান প্রোডাকশন
• অ্যাড-ল্যাবস ফিল্মস
• অজয় দেবগণ ফিল্মস
• আন্দোলন ফিল্মস
• অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক
• আরবাজ খান প্রোডাকশন
• আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
• বিএসকে নেটওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট
• কেপ অফ গুড ফিল্মস
• ক্লিন স্লেট ফিল্মস
• ধর্মা প্রোডাকশনস
• এমে এন্টারটেনমেন্ট অ্যান্ড মোশন পিকচার্স
• এক্সেল এন্টারটেনমেন্ট
• ফিল্ম ক্রাফট প্রোডাকশনস
• হোপ প্রোডাকশন
• কবীর খান ফিল্মস
• লাভ ফিল্মস
• ম্যাকগাফিন পিকচার্স
• নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
• ওয়ান ইন্ডিয়া স্টোরিজ
• আর এস এন্টারটেনমেন্ট
• রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স
• রেড চিলিজ এন্টারটেনমেন্ট
• রিয়াল লাইফ প্রোডাকশনস
• রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট
• রোহিত শেট্টি পিকচার্স
• রয় কাপুর ফিল্মস
• সলমন খান ফিল্মস
• শিখা এন্টারটেনমেন্ট
• সোহেল খান প্রোডাকশনস
• টাইগার বেবি ডিজিটাল
• বিনোদ চোপড়া ফিল্মস
• বিশাল ভরদ্বাজ পিকচার্স
• যশরাজ ফিল্মস

দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া ওই পিটিশনে আরও বলা হয়েছে, উপরিউক্ত সংবাদমাধ্যমগুলিকে নিজেদের দায়িত্বজ্ঞানহীনতা ও অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।

Previous articleলোকাল ট্রেন চালুর দাবিতে ফের বিক্ষোভ-অবরোধ! এবার কোথায় জানেন?
Next articleফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন