ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। ব্যাপারটা কিছুটা তেমনই। ছিল পাখি, হয়ে গেল ছাগল। ইন্টারনেটের দৌলতে পৃথিবীজুড়ে বিস্মিত হওয়ার মত এমন অনেক কিছুই ধরা দেয় মুঠোফোনের পর্দায়। সম্প্রতি তেমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। আর সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। একটি পাখির ছবি চোখের বিভ্রান্তিতে হয়ে উঠছে আস্ত একটা ছাগল।

— Azmi Shabana (@AzmiShabana) October 13, 2020
সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। নিজের টুইটার অ্যাকাউন্ট নিজেই হ্যান্ডেল করেন তিনি। সেখানেই সম্প্রতি এক মজার ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। আপাতভাবে ছবিটি একটি পাখির ছবি। অনুমান মাছরাঙ্গা। কিন্তু ভালো করে নজর দিলে ওই ছবিটির মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে লম্বা কানওয়ালা আস্ত একটি ছাগল। ছবির উপরে ক্যাপশনে শাবানা আজমি লিখেছেন, ‘তুমি কি দেখতে পাচ্ছো একটি ছাগল তোমার দিকে তাকিয়ে রয়েছে? নাকি একটি পাখি দূরে কোথাও তাকিয়ে রয়েছে?’ তার এই ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ছবিটিকে রি-টুইট করেছেন। টুইটে অনেকে লিখেছেন আপনি ভীষণ মজার মানুষ তা আপনার পোস্ট দেখলেই বোঝা যায় যায়।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ,অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি : মৃত ১২
প্রসঙ্গত, জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি বলিউডে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। বিনোদ খান্না, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না তার সময়কার হিরোদের সঙ্গে তিনি অভিনয় করেননি এমন নাম খুঁজে পাওয়া দুষ্কর। লকডাউন এরপর থেকে বর্তমানে বাড়িতেই রয়েছেন শাবানা বন্ধ নাটক অভিনয় সিনেমা সমস্ত কিছু। ফলে বাড়ি বসেই এমন মজার সব কাণ্ড করে আপাতত দিন কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
