দিঘা মোহনায় চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল ট্রলার। সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ এক মৎস্যজীবী। বুধবার সকালে ওই মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে এদেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মাছ ধরে ফেরার পথে, দিঘা মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় একটি ট্রলার। ট্রলারে ছিলেন ৯ জন মৎস্যজীবী। তাদের মধ্যে ৮ জন সাঁতরে পাড়ে উঠতে পারেন । নিখোঁজ ছিলেন এক মৎস্যজীবী। বুধবার শঙ্করপুরের কাছ থেকে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়।

