Sunday, January 11, 2026

‘আমিও বিজেপিতে যোগ দেবো’, বিহারের নির্বাচনী জনসভায় বললেন কানহাইয়া!

Date:

Share post:

“যদি দেখি আমাকে আরও বেশি করে ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে, তাহলে তখনই আমি বিজেপিতে যোগ দেবো৷ তাহলেই আমার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যাবে। আমি শুদ্ধ হয়ে যাবো৷”

বক্তা, JNU ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার৷

বিহার নির্বাচনে বিরোধী দলের প্রচারের বড় দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷ কানহাইয়া কুমারের উপস্থিতিতেই বিহারের দুটি আসনে সিপিআই- এর দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের পর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমার চড়াসুরে কটাক্ষ করেন বিজেপিকে৷ তিনি বলেন, “আগে সবাই বলত EVM হ্যাক হচ্ছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে, বিজেপি মুখ্যমন্ত্রীদেরও হ্যাক করে নিচ্ছে। ২০১৫-র বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ JDU, RJD এবং কংগ্রেসের জোটকে ভোট দিয়েছিলেন৷ সেই ভোটই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী বানায়। কিন্তু পরে দেখা গেলো, বিজেপি ওই মুখ্যমন্ত্রীকে হ্যাক করে নিয়েছে”। কানহাইয়া এবারের নির্বাচনে মানুষকে এমন নেতাকে ভোট দেওয়ার আর্জি জানান, যিনি দলবদল করে নিজের করা প্রতিশ্রুতি থেকে পিছু হটেন না।

এ প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করে কানহাইয়া বলেন, “যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসে ছিলেন, তখন বিজেপি দো-বেলা নিয়ম করে ওনাকে খারাপ বলতো৷ অথচ, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন, তখনই সিন্ধিয়া শুদ্ধ হয়ে গেলেন”৷

এরপরই চড়া কটাক্ষের সুরে কানহাইয়া কুমার বলেন, “যদি দেখি আমাকে আরও বেশি করে ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে, তাহলে তখনই আমি বিজেপিতে যোগ দেবো৷ তাহলেই আমার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যাবে। আমি শুদ্ধ হয়ে যাবো৷”

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, জনতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবার তাঁরা উন্নয়নের ইস্যুতেই ভোট দেবেন। তাঁরা আর কোনও জুমলাবাজিতে কান দেবেন না।

সিপিআই-এর ‘স্টার প্রচারক’ হিসেবে বিহার চষে বেড়াচ্ছেন কানহাইয়া৷ তবে এবার রাজনৈতিক মহল আশা করেছিলো, কানহাইয়াকে এবার বিধানসভা ভোটে লড়তে দেখা যাবে। কিন্তু প্রার্থী না করে কানহাইয়াকে প্রচারের দায়িত্বে রাখা হয়েছে।

আরও পড়ুন-কথা রাখেননি, বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিলেন চিরাগ

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...