Thursday, May 15, 2025

ডানা ছেঁটে, যৌথ দায়িত্ব দিয়ে দিলীপকে কার্যত ‘সবক’ শেখাল দলীয় নেতৃত্ব

Date:

Share post:

ডানা ছেঁটে, ক্ষমতা খর্ব করে হুগলি তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবকে কার্যত ‘সবক’ শেখালেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ছিল একের পর এক অভিযোগ। গোষ্ঠীবাজি, দলবাজি, নেতৃত্বকে অবহেলা করা, বৈঠকে না ডাকা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সব বিধায়ক-মন্ত্রী প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তারপরই বুধবার সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক। সমস্যা এবং অভিযোগের গুরুত্ব দিয়ে বিচার করে হুগলি জেলার জন্য করে দিলেন কোর কমিটি। ৮জনের কমিটি। কমিটিতে থাকছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক-মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী-বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ অপরূপা পোদ্দার এবং দিলীপ যাদব।

এই কমিটি করে দলীয় নেতৃত্ব কার্যত বুঝিয়ে দিলেন দিলীপের উপর দলের অনাস্থার বিষয়টি। শুধু তাই নয়, জেলা সভাপতিকে পদে রেখেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। অর্থাৎ সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের মান্যতাও কার্যত দেওয়া হলো। ফলে দলের দায়িত্বে থেকেও দলে একঘরে হয়ে গেলেন জেলা সভাপতি। এদিন মূলত দল পরিচালনা নিয়ে ক্ষোভ প্রশমনের বৈঠক হয়। কিন্তু উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কী করে গঙ্গার পার একের পর এক সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হলো, সে নিয়ে প্রশ্নও উচ্চ নেতৃত্বের কাছে রয়েছে। ভবিষ্যতে সেই বিষয়টি নিয়েও দিলীপকে যে মহা-মুশকিলে পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

দলের এই কমিটি কর্মসূচি ঠিক করবে। একক সিদ্ধান্ত কেউই নিতে পারবেন না। নিতে সকলের মত চাই। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন, আগামী শনিবারই কমিটি প্রথম বৈঠকে বসবে। দেখার বিষয় এই মহা রদবদলে হুগলি তৃণমূলে শ্রী ফেরে কিনা!

আরও পড়ুন- নবান্ন চলোয় পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে মানিবাধিকার কমিশনে স্বপন

spot_img

Related articles

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...

জঙ্গি মদতকারী পাকিস্তানের কাছে কেন পারমাণবিক অস্ত্র? শ্রীনগরে প্রশ্ন রাজনাথের

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে শ্রীনগরে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) হওয়ার পর...

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...