Friday, November 7, 2025

কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Date:

Share post:

কারও জন্য কাজ আটকাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ-এ নেমেছেন, সেটাও কারও জন্য স্তব্ধ হবে না। আজ, বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন ছিল, বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে উন্নয়ন-এর কাজ কি ব্যহত হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “বেহালা পূর্বের বিধায়ককে কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন না। তবে বেহালা পূর্বের বিধায়কের জন্য কোনও কাজ আটকে নেই। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার কাউন্সিলররা কাজ করছেন। দলীয় ভাবে সংগঠন কাজ করছে। কারও জন্য কোনও কাজ আটকে নেই।”

একইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকাড়কে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওনার মাথার ঠিক নেই। তার কোনও প্রসঙ্গে কোনও প্রশ্নের উত্তর আমি দেবো না। আগে ওনার মাথা ঠিক হোক, তারপর উত্তর দেব।”

এর পাশাপাশি পুজো সংক্রান্ত ইস্যু নিয়ে পার্থবাবু বলেন, “দুর্গাপুজোয় যাতে মানুষ কোনওরকম সংক্রমিত না হয় সেই ব্যবস্থা করেই পুজো করা হচ্ছে। দুর্গাপুজা হচ্ছে শুধু বাঙালির প্রধান উৎসব নয়, এটা এখন জাতীয় উৎসব। এই উৎসব হবে ঠিকই, কিন্তু যে যে স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন তা সবাই মানবে। করোনা কিভাবে সামলাতে হয় তা আমাদের সরকার ভালো জানে। করোনার বিরুদ্ধে লড়াই করেই আমাদের দুর্গাপুজা হবে।”

আরও পড়ুন- ইউটিউব চ্যানেল-আইপি টিভিতে সংবাদ পরিবেশন আর নয়

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...