Thursday, August 21, 2025

গুপ্ত স্যাটেলাইট হামলা রুখতে এবার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তৈরি ভারতের

Date:

Share post:

মহাকাশে মহাযুদ্ধের প্রস্তুতি গত কয়েক দশক ধরে শুরু হয়ে গিয়েছে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে। তালিকায় পিছিয়ে নেই ভারতও। সম্প্রতি এ-স্যাট ক্ষেপণাস্ত্র ছুড়ে তিন মিনিটের মধ্যে কৃত্রিম উপগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শণ করেছিল ভারত। তবে এটাই শেষ নয়, এবার যেকোনও রকম গুপ্ত স্যাটেলাইট হামলা রুখে দিতে পারে এমন একটি স্যাটেলাইট মিসাইল তৈরির কাজ শুরু করে দিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা। আইআইএসসির অধীনস্থ সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন ভারতীয় ছাত্রেরা।

এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইআইএসসি জানিয়েছে এই প্রথমবার ভারতের স্টাট আপ কোম্পানি স্পেস সার্ভিলেন্স প্রোগ্রাম নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মূল কাজ হবে পৃথিবীর কক্ষপথে ভারতের যে সমস্ত স্যাটেলাইট রয়েছে সেগুলিকে রক্ষা করা এবং বিদেশি কোনও স্যাটেলাইটের হামলা পুরোপুরি রুখে দেওয়া। এই প্রসঙ্গে জানা গিয়েছে আগামী বছর প্রায় ছয়টি ন্যানো স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে। এদের কাজ হবে পৃথিবীর দিকে আসা মহাজাগতিক বস্তু গুলিকে চিহ্নিত করা। কোনওরকম স্যাটেলাইট লেজার হামলার চেষ্টা হলে তা সামাল দেওয়া। একইসঙ্গে আবহাওয়া ও সীমান্ত পর্যবেক্ষণেরও কাজ করবে এই স্যাটেলাইটগুলি।

আরও পড়ুন: এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

প্রসঙ্গত, ভারতে একাধিক স্যাটেলাইটে ইতিমধ্যেই সাইবার হামলার চেষ্টা চালিয়েছে চিন। ম্যালওয়ার ঢুকিয়ে মহাকাশ গবেষণা কেন্দ্রের সাউন্ড স্টেশনে গোপন তথ্য নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। গত বছর এ-স্যাট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে চিন চেষ্টা করেছিল ভারতের এই অস্ত্রের ক্ষমতা নষ্ট করে দিতে। শুধু তাই নয় একাধিক ভারতীয় উপগ্রহে গোপনে হামলা চালানোর চেষ্টা করা হয় চিনের তরফে। যদিও তাদের সে চেষ্টা প্রতিপদে ব্যাহত হয়। তাই মহাকাশে সুরক্ষা বলয় তৈরি করতে আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারত।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...