এবার করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নিজেই টুইট করে একথা জানান তিনি। আপাতত আইসোলেশনে রয়েছেন বিজেপির বিহারের দায়িত্বপ্রাপ্ত এই নেতা। কিছুদিন আগে ভোট প্রচারে বিহারে গিয়েছিলেন তিনি সেখানে মাস্ক না পরার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর
আরেকটি টুইটে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরাও যেন আইসোলেশনে থাকেন এবং নিজেদের টেস্ট করিয়ে নেন। তবে আপাতত সুস্থ আছেন দেবেন্দ্র ফড়নবিশ। ডাক্তারের পরামর্শমতো ওষুধ চলছে তাঁর।
