Sunday, January 11, 2026

সৌমিত্রকে লক্ষ্য করে অনুপম: নিজেদের লড়াইয়ে ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে!

Date:

Share post:

বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। আর এই অবস্থা চলতে থাকলে ক্ষমতায় আসার স্বপ্ন যে দূর-অস্ত হয়ে যাবে, তা নিজের মুখেই স্বীকার করেছেন প্রাক্তন সাংসদ। ফলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে, দলবদলুদের একের পর এক বয়ানে দলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। কবে এরা মুখ বন্ধ করবে?

নবমীর সকালে অনুপম একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টের ছত্রে ছত্রে দলের ঝগড়াঝাটির কথা এবং হতাশা। তাঁর কথায়, অনেকেই মনে করছে আমরা জিতে গিয়েছি। ওভার কনফিডেন্স। আর এই সুযোগে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে। এতে দলের ক্ষমতায় আসা সুদূর পরাহত হবে।

ক্ষমতায় না আসতে পারলে কী হবে? তার জবাবও দিয়েছেন অনুপম নিজেই। বলেছেন, হেরে গেলে অন্য রাজ্যে গিয়ে বাসস্থান খুঁজতে হবে। কারণ তৃণমূলের অত্যাচার। আর এই অবস্থা থেকে রেহাই পেতে এইসব দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সদ্য কোভিড থেকে সুস্থ হওয়া বিজেপির সাধারণ সম্পাদক।

অনুপমের টার্গেট যে দলের যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে যুব মোর্চার জেলা নিয়ে অসংখ্য অভিযোগ আসার কারণে তিনি সমস্ত জেলা কমিটি ভেঙে দেন শুক্রবার। ক্ষোভে শনিবার ‘বেসরকারিভাবে’ পদত্যাগ করে ফের ফিরে আসেন সৌমিত্র। কিন্তু সৌমিত্র নিজস্ব মহলে জানিয়ে দেন, তিনি এনিয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন তখনই, যখন বৈঠকে কেন্দ্রীয় নেতারা থাকবেন। দলের এই ডামাডোলের পরিস্থিতি দেখেই অনুপম সাবধানবাণী শুনিয়ে দেন সকলকে।

বিজেপির আদি নেতা-কর্মীরা বলছেন, এই দলবদলুরাই বিজেপিকে হারানোর পক্ষে যথেষ্ট।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...