Sunday, November 9, 2025

কঙ্গনার পিছু নিয়ে বিমানে হট্টগোল, ৯ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ

Date:

Share post:

কঙ্গনা রানাওয়াতের পিছু পিছু বিমানে উঠে ‘ঝামেলা’ করায় ৯ ‘পাপারাৎসি’ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ করলো ইন্ডিগো সংস্থা ৷ গত ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়-মুম্বই ফ্লাইটে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে উঠেছিলেন ওই সাংবাদিক এবং চিত্রসাংবাদিকরা।

আরও পড়ুন : লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

মহারাষ্ট্র সরকারের সঙ্গে ইগোর লড়াই শুরু হওয়ার পর কেন্দ্র ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেয় কঙ্গনাকে। ওদিকে বান্দ্রাতে তাঁর অফিস ভাঙতে যায় বৃহন্মুম্বই পুরনিগম। তখনই চণ্ডীগড় থেকে মুম্বইয়ের বিমান ধরেন কঙ্গনা। আর সেই বিমানেই কোভিড- প্রোটোকল ভেঙে শোরগোল তুলে অশালীন আচরণ করেছিলেন বেশ কয়েকজন সাংবাদিক, এমনই অভিযোগ ওঠে ।
বলা হয়, কঙ্গনার পিছু নিয়েই সাংবাদিকরা বিমান সওয়ার হন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সকে।

আরও পড়ুন : বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর

এতদিনে দোষ প্রমাণিত হওয়ায় ওই ৯ সাংবাদিকের উড়ানে নিষেধাজ্ঞা জারি করল ইন্ডিগো। এই মুহূর্তে দেশের বৃহত্তম বিমান সংস্থা তাদের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই বিমানের মধ্যে অশালীন আচরণ ও দুর্ব্যবহার করার জন্য ওই ৯ সাংবাদিকের ১৫ দিনের জন্য উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে দেখা যায়, কীভাবে কোভিড- প্রোটোকল ভাঙেন সাংবাদিকরা। ভিডিও ভাইরাল হওয়ার পর DGCA নড়েচড়ে বসে৷ বিমান সংস্থাকে ভর্ৎসনাও করে৷ সংস্থাকে DGCA বলে, বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ করা বাধ্যতামূলক। যদি কোনও নিয়ম ভাঙা হয় তাহলে উড়ান দু সপ্তাহের জন্য ব্যান করা হবে। যদি বিমান সংস্থা কড়া পদক্ষেপ করে তাহলেই শাস্তি মকুব করা হবে। এরপর ইন্ডিগো DGCA-এর কাছে রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়, বিমানে সংস্থার কেবিন ক্রু সমস্ত কোভিড প্রোটোকল মানতে বলেছিলেন। এমনকী বিমানে ফটোগ্রাফি নিষিদ্ধ সেকথাও জানিয়েছিলেন। কিন্তু কেউ শোনেননি৷ তদন্তের জন্য একটি কমিটিও গঠন করে ইন্ডিগো। সেই কমিটির রিপোর্টেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...