দিনের আলোয় রাস্তাতেই কলেজছাত্রীকে খুনের ঘটনায় উত্তপ্ত ফরিদাবাদ। কলেজের সামনে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটল হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ে। ইতিমধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, গত সোমবার পরীক্ষা দিয়ে বেরোচ্ছিলেন ওই ছাত্রী। তখনই গাড়ি থেকে নেমে দুই যুবক ওই ছাত্রীকে টানতে থাকে। কিন্তু গাড়িতে তুলতে না পেরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, একমাস আগে অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন ওই ছাত্রী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেই রাগেই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা। এই খুনের প্রতিবাদে ফরিদাবাদে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
আরও পড়ুন:আদালতের তদারকিতে হাথরাস কাণ্ডের তদন্ত, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
