Friday, January 9, 2026

অগ্নিগর্ভ বাগনান! গ্রেফতার ৬ বিজেপি নেতা, উদ্ধার তাজা বোমা

Date:

Share post:

অষ্টমীর রাতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাগনান। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত অভিযোগ তুলে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। যার জেরে সকাল থেকেই হাওড়ার বাগনানে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। পাশাপাশি বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সবমিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়েছে বাগনান এলাকায়। এরই মাঝে বনধ চলাকালীন বোমা মজুত করে অশান্তি পাকানোর অভিযোগে বাগনানের রথতলা থেকে ৬ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ধৃতদের বিরুদ্ধে কোভিড প্রটোকল না মেনে বেআইনিভাবে জমায়েত করা, বোমা মজুত করা, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অশান্তির আঁচ পেয়ে ইতিমধ্যেই বাগনানের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে অষ্টমীর রাতে তার বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল এবং পরে কলকাতা এনআরএসে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। বুধবারই দলীয় নেতাকে খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। সরাসরি এই ঘটনার দায় বিজেপির তরফ চাপানো হয় তৃণমূলের উপর। যদিও তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদের ঘটনা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেইভাবেই জড়িত নয়। এবং যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সে এলাকার দাগি দুষ্কৃতী বলেই পরিচিত।

আরও পড়ুন: প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের

তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে বাগনানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বাগনানে কর্মসূচি রয়েছে এই বনধের সমর্থনে। ইতিমধ্যেই বিজেপি নেতা খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বনধকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনার রুখতে পুরোপুরি তৈরি প্রশাসন। বিশাল পুলিশবাহিনী, র‍্যাফের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে জলকামান।

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...