চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১

মালদহের চাঁচল। মঙ্গলবার সকালে সেখানে জমি নিয়ে বিবাদ শুরু হয় লড়াই। আর তার জেরেই গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির।

আরও পড়ুন- বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই ভোটের লাইনে হেভিওয়েটরা

চাঁচলে এদিন দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয় কাঠ কাটা নিয়ে। এক প্রতিবেশী বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্যরা এসে ঝগড়া থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কার জমি, কার কাঠ কাটার অধিকার রয়েছে, সে নিয়ে বিবাদ চরমে ওঠে।

এরমধ্যে একজন গুলি চালালে ঘটনাস্থলেই এক প্রতিবেশীর বুকে গুলি লাগে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আর একজন ইঁটের ঘায়ে গুরুতর আহত হন। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।