বিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই ভোটের লাইনে হেভিওয়েটরা

বিহারে বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে নির্বাচন প্রক্রিয়া। এদিন দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া।

আরও পড়ুন: আজ আমেরিকায় নির্বাচনী মহাযুদ্ধ, আবার ট্রাম্প নাকি এবার বাইডেন?

দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা। এদিন সকালেই ভোট দেন লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসোয়ান, কুম্ভহার কেন্দ্রে ভোট দেন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি।সতর্কতা অবলম্বন করে, মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

Previous articleভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২
Next articleক্যানিংয়ে তিন বহিরাগতর এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ তিন গ্রামবাসী, ফুঁসছে এলাকা