ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২

ফ্রান্স, কানাডার পর এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত হয়েছেন প্রায় ১৫ জন।সোমবার রাতে সেন্ট্রাল ভিয়েনার ছ’টি জায়গায় এই ভয়াবহ আক্রমণ ঘটেছে।

আরও পড়ুন-আজ আমেরিকায় নির্বাচনী মহাযুদ্ধ, আবার ট্রাম্প নাকি এবার বাইডেন?

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে এক পুলিশ অফিসারও রয়েছেন। আপাতত ২জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। অন্যদিকে এক জঙ্গিও গুলিতে নিহত হয়েছে। অন্যান্য জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভিয়েনা পুলিশ।
এই আক্রমণকে জঙ্গিহানা বলে উল্লেখ করেছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। তিনি বলেছেন, “আমরা ধরে নিতে পারি বেশ কয়েকজন অপরাধী রয়েছে। দুর্ভাগ্যক্রমে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন।”
জানা গিয়েছে, প্রায় ৫০ বার ফায়ার করা হয়। যার জেরে বহু লোকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Previous articleআজ আমেরিকায় নির্বাচনী মহাযুদ্ধ, আবার ট্রাম্প নাকি এবার বাইডেন?
Next articleবিহার নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল থেকেই ভোটের লাইনে হেভিওয়েটরা