Thursday, November 13, 2025

বুদ্ধবাবুর আমরা-ওরা আর ২৩৫-এর দম্ভ মনে করিয়ে কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Date:

Share post:

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যেও পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় এসে মাঝেমধ্যেই দফতরের সরকারি কাজ করছেন। আবার বিভিন্ন বেসরকারি কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখছেন। কিন্তু কেন বলছেন? কিজন্য বলছেন? কী উদ্দেশ্যে বলেছেন? উত্তর, একমাত্র তিনিই জানেন।

একুশের নির্বাচন আসতে খুব দেরি নেই। তবুও তাঁর বক্তব্য ঘিরে জটিলতা বাড়ছে। রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা-চর্চা চলছে। ঠিক কাকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী? তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও ভিমড়ি খাচ্ছেন! সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে!

এবার সেই জটিলতা আরও বাড়ালেন শুভেন্দু। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন, ”ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন উঠে গিয়েছে, তেমনই পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও সরিয়ে দেবে মানুষ।”

বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই “আমরা-ওরা” স্মরণ করিয়ে এ দিন শুভেন্দু বলেন,”পার্টি দেখে কাজ করলে বেশিদিন ক্ষমতায় টিঁকে থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল, আমরা তো ২৩৫, ওরা ৩০। ওদের কথা শুনবো কেন! এত পুলিশ, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার! কিন্তু মাত্র দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন।”

“ছোটলোক”, “লিফট-প্যারাসুট”, “নন্দীগ্রাম সমাবেশ”, “আমরা চলি সমুখ পানে”, “আমি ভোটে ডক্টরেট” ইত্যাদি তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর এবার “দাম্ভিক” বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করিয়ে কীসের বার্তা, কাকে বার্তা দিলেন শুভেন্দু? ফের নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে!

আরও পড়ুন- Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...