Saturday, November 8, 2025

ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

ভোট গণনা সম্পন্ন হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তাঁর জয় নিশ্চিত। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সময় যত গড়াচ্ছে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। কিন্তু নিজের জয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউস থেকে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভোটের ফলাফল অভূতপূর্ণ। আমরা জেতার পথে। ফ্লোরিডাতে বড় জয় পেয়েছি।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি জিতব তো বটেই, একইসঙ্গে সুপ্রিম কোর্টেও যাব।’

ভারতীয় সময় অনুযায়ী বুধবার আমেরিকায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানেই জোর টক্কর চলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে এবার সন্দেহ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার জানিয়ে দিলেন, ‘আমি চাই নির্বাচন অবিলম্বে বন্ধ হোক। আর ঠিক সেই কারনেই আমি আদালতে যাব। ভোটিং জারি রেখে ভোট গণনায় কারচুপি করছে ওরা।’ পাশাপাশি নিজের সমর্থকদের সতর্ক হওয়ার বার্তা দেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, ‘এটা আমেরিকার জনগণের সঙ্গে এক ধরনের মিথ্যাচার হচ্ছে। আমি এই নির্বাচনে জেতার পথেই রয়েছি। আরও স্পষ্টভাবে বললে, আমি ভোটে জিতে গেছি। এখন আমার লক্ষ্য আমেরিকার অখন্ডতা সুনিশ্চিত করা। ফলে নির্বাচন বন্ধ করার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টে যাচ্ছি আমি। এই কারচুপিপূর্ণ গণনা কোনওভাবেই মানা হবে না।’

আরও পড়ুন:ভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আগে থেকেই বহু মানুষ ইমেইল ও ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন এখনও পর্যন্ত ৯৩ মিলিয়ন মানুষ। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোট গণনাও চলছে সেখানে। বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। শেষ পাওয়া খবরে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন জো বাইডেন। আমেরিকার রাষ্ট্রপতি পদে বসতে গেলে ম্যাজিক ফিগার যেখানে ২৭০। সেখানে এই মুহূর্তে জো বাইডেন পেয়েছেন ২৩৮ টি এবং ডোনাল্ড ট্রাম্প ২১৩।

 

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...