মথুরাপুরে দোকানের চাল ভেঙে লক্ষাধিক টাকা চুরি

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রেল স্টেশনের কাছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি দোকানের এসবেস্টার চাল ভেঙে লক্ষাধিক টাকা চুরি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে দোকানের মালিক বাড়ি চলে যায়।

আজ, বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর দোকানের উপরে ভাঙ্গা এসবেস্টারের দিকে তার নজর যায়। দোকানের ভেতরে চতুর্দিকে পোড়া দেশলাইয়ের কাঠি ছড়ানো দেখে তার সন্দেহ জোরালো হয়। দোকানের মালিকের অভিযোগ, দুষ্কৃতীরা এসবেস্টার ভেঙে নীচে নেমে দেশলাই কাঠি জ্বালিয়ে দোকানের ড্রয়ার থেকে টাকা এবং কাটার মেশিন ও দামি সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। চুরির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানা যায়।

দোকানের মালিকের সন্দেহ যে, পরিচিত কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এবারের ঘটনা তার কপাঁলে চিন্তার ভাজ ফেলেছে। দোকানের মালিক মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন- কালীপুজোয় বাজি নিষিদ্ধ: রাস্তা অবরোধ চাম্পাহাটির বাজি ব্যবসায়ীদের