Saturday, August 23, 2025

বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে, ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা

Date:

Share post:

বিহার বিধানসভা ৭৮ আসনে আজ শনিবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ভাগ্যপরীক্ষায় নামছেন এক ডজন মন্ত্রী সহ ১ হাজার ২০৪ জন প্রার্থী। আজ তৃতীয় দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন।
কারণ, বড় রাজনৈতিক দলগুলোর ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তৃতীয় দফায় ৭৮টি কেন্দ্রে হতে চলা ভোটের জন্য মধ্যে ১ হাজার ১৯৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, তার ৩১ শতাংশ বা ৩৭১ জন নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়ে ঘোষণা করেছেন।
বিহার ভোটের শেষ দফার প্রার্থীদের এক-তৃতীয়াংশ বিরুদ্ধে ধর্ষণ, খুন, তোলাবাজির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত।  এমনই তথ্য জানিয়েছে বিহার ইলেকশন ওয়াচ (বিইডব্লু)  এবং এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

আরও পড়ুন- তাঁর সম্পর্কে ছেলে জয়কে কী নালিশ করেছিলেন মমতা? জানিয়ে দিলেন অমিত শাহ
ওই তথ্যে দেখা যাচ্ছে, গুরুতর অভিযোগ রয়েছে, এমন প্রার্থী সবথেকে বেশি রয়েছে দুই জাতীয় দল কংগ্রেস এবং বিজেপিতে, তাদের ৭৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর পরে রয়েছে আরজেডি, যাদের ৭৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ৫৭ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ। আর তারপর রয়েছে এজেপি। তাদের ৪৩ শতাংশ প্রার্থী বিভিন্ন গুরুতর মামলায় অভিযুক্ত।
প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। যেখানে প্রার্থীরা নিজেই নিজেদের বিরুদ্ধে থাকা মামলার ব্যাপারে জানিয়েছেন।

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...