Sunday, November 16, 2025

মালদহে শাসকদলের অনুষ্ঠানে গরহাজির কৃষ্ণেন্দু-মোয়াজ্জেম-মৌসম, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

শিলিগুড়িতে দলীয় নেতৃত্ব মালদহের দলীয় কোন্দল মেটানোর পরামর্শ দিলেও, মাসখানেক পরেও অবস্থা কতটা পাল্টেছে তা নিয়ে প্রশ্ন তৃণমূলের অন্দরে। কারণ, রবিবার মালদহের ইংরেজবাজারে তৃণমূলের ব্লক সম্মেলনে আমন্ত্রণ পেয়েও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র কিংবা তাঁদের অনুগামী নেতাদের কেউ হাজির হননি। তাতে অনুষ্ঠানের উদ্যোক্তা দুই তৃণমূল নেতা দুলাল সরকার ও নরেন্দ্রনাথ তিওয়ারি ক্ষুব্ধ।

দুলাল সরকারের দাবি, সকলকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনেক নেতাই আসেননি। যদিও কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করেছেন, তাঁকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় শনিবার রাতে। ইতিমধ্যে তিনি অন্যত্র দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। তাই তিনি যেতে পারেননি।

রবিবার, মালদহের টাউন হলে ওই সম্মেলন হয়। সেখানে শহরেরই বাসিন্দা দুই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র ছিলেন না। দলের জেলা সভাপতি মৌসম নুর ও জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনও জেলার বাইরে থাকায় সেখানে যাননি। দল সূত্রের খবর, ইংরেজবাজার পুর প্রশাসক নীহার ঘোষ ছিলেন।
মালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অতীতে খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু-সাবিত্রীকে মিলেমিশে চলার পরামর্শ দিয়েছিলেন। মৌসমকে সভাপতি করার পরে দলের পুরানো নেতাদের একাংশ কিছুটা মনক্ষুণ্ণ হন বলে সূত্রের খবর।

২০১৬ সালের বিধানসভা ভোটে মালদহে তৃণমূলের বিপর্যয় হয়। গত লোকসভা ভোটেও মালদহে খাপ খুলতে পারেনি তৃণমূল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকে শিলিগুড়ি গিয়ে কৃষ্ণেন্দুকে ডেকে তাঁর অভিযোগ শোনেন। মৌসমকে জেলার সমস্ত অনুষ্ঠানে কৃষ্ণেন্দুকে নিয়ে চলার পরামর্শ দেন। তারপরেও দলের নেতাদের একাংশের মধ্যে দূরত্ব কমছে না কেন সেই নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

আরও পড়ুন : নির্বাচনমুখী গুরুত্বপূর্ণ বৈঠক সারতে দিলীপ-অমিতাভরা দিল্লিতে

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...