Saturday, August 23, 2025

মালদহে শাসকদলের অনুষ্ঠানে গরহাজির কৃষ্ণেন্দু-মোয়াজ্জেম-মৌসম, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

শিলিগুড়িতে দলীয় নেতৃত্ব মালদহের দলীয় কোন্দল মেটানোর পরামর্শ দিলেও, মাসখানেক পরেও অবস্থা কতটা পাল্টেছে তা নিয়ে প্রশ্ন তৃণমূলের অন্দরে। কারণ, রবিবার মালদহের ইংরেজবাজারে তৃণমূলের ব্লক সম্মেলনে আমন্ত্রণ পেয়েও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র কিংবা তাঁদের অনুগামী নেতাদের কেউ হাজির হননি। তাতে অনুষ্ঠানের উদ্যোক্তা দুই তৃণমূল নেতা দুলাল সরকার ও নরেন্দ্রনাথ তিওয়ারি ক্ষুব্ধ।

দুলাল সরকারের দাবি, সকলকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনেক নেতাই আসেননি। যদিও কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করেছেন, তাঁকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় শনিবার রাতে। ইতিমধ্যে তিনি অন্যত্র দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। তাই তিনি যেতে পারেননি।

রবিবার, মালদহের টাউন হলে ওই সম্মেলন হয়। সেখানে শহরেরই বাসিন্দা দুই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র ছিলেন না। দলের জেলা সভাপতি মৌসম নুর ও জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনও জেলার বাইরে থাকায় সেখানে যাননি। দল সূত্রের খবর, ইংরেজবাজার পুর প্রশাসক নীহার ঘোষ ছিলেন।
মালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অতীতে খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু-সাবিত্রীকে মিলেমিশে চলার পরামর্শ দিয়েছিলেন। মৌসমকে সভাপতি করার পরে দলের পুরানো নেতাদের একাংশ কিছুটা মনক্ষুণ্ণ হন বলে সূত্রের খবর।

২০১৬ সালের বিধানসভা ভোটে মালদহে তৃণমূলের বিপর্যয় হয়। গত লোকসভা ভোটেও মালদহে খাপ খুলতে পারেনি তৃণমূল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকে শিলিগুড়ি গিয়ে কৃষ্ণেন্দুকে ডেকে তাঁর অভিযোগ শোনেন। মৌসমকে জেলার সমস্ত অনুষ্ঠানে কৃষ্ণেন্দুকে নিয়ে চলার পরামর্শ দেন। তারপরেও দলের নেতাদের একাংশের মধ্যে দূরত্ব কমছে না কেন সেই নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

আরও পড়ুন : নির্বাচনমুখী গুরুত্বপূর্ণ বৈঠক সারতে দিলীপ-অমিতাভরা দিল্লিতে

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...