Thursday, August 21, 2025

‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের

Date:

Share post:

এক্সিট পোল আগেই জানিয়ে দিয়েছে এবার বিহারের মসনদে বসতে চলেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচনের ভোট গণনা। সেখানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে মহাগঠবন্ধন ও ইনডিএ-র। যদিও আরজেডির জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। তার জেরেই বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করা ছোট ভাই তেজস্বীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার বিহারে ভোট গণনা শুরু হতেই একেবারে সময় মেপে ঠিক আটটার সময় একটি টুইট করেন তেজ প্রতাপ। যেখানে তিনি লেখেন, ‘তেজস্বী ভবঃ বিহার!’ পাশাপাশি টুইট করতে দেখা গিয়েছে তেজস্বীর বোন রোহিনি আচার্যকেও। তেজস্বীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বিজয়ী ভব… তেজস্বী ভব বিহার’। অবশ্য শুধু তেজ প্রতাপ ও রোহিনি নন, বিহারের এক্সিট পোল প্রকাশ্যে আসার পর জন্মদিনের সঙ্গে সঙ্গেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে বহু মানুষ। তালিকায় সোশ্যাল মিডিয়ায় অনুগামী থেকে শুরু করে রয়েছেন বহু রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন:“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

উল্লেখ্য, ৯ নভেম্বর অর্থাৎ সোমবার তেজস্বীর জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ বলেছিলেন, ‘ভাইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমি দিয়ে দিয়েছি। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছি আমি।’ প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৬৭ আসনে। অন্যদিকে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...