Monday, November 10, 2025

‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের

Date:

Share post:

এক্সিট পোল আগেই জানিয়ে দিয়েছে এবার বিহারের মসনদে বসতে চলেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচনের ভোট গণনা। সেখানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে মহাগঠবন্ধন ও ইনডিএ-র। যদিও আরজেডির জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। তার জেরেই বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করা ছোট ভাই তেজস্বীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার বিহারে ভোট গণনা শুরু হতেই একেবারে সময় মেপে ঠিক আটটার সময় একটি টুইট করেন তেজ প্রতাপ। যেখানে তিনি লেখেন, ‘তেজস্বী ভবঃ বিহার!’ পাশাপাশি টুইট করতে দেখা গিয়েছে তেজস্বীর বোন রোহিনি আচার্যকেও। তেজস্বীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বিজয়ী ভব… তেজস্বী ভব বিহার’। অবশ্য শুধু তেজ প্রতাপ ও রোহিনি নন, বিহারের এক্সিট পোল প্রকাশ্যে আসার পর জন্মদিনের সঙ্গে সঙ্গেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে বহু মানুষ। তালিকায় সোশ্যাল মিডিয়ায় অনুগামী থেকে শুরু করে রয়েছেন বহু রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন:“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

উল্লেখ্য, ৯ নভেম্বর অর্থাৎ সোমবার তেজস্বীর জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ বলেছিলেন, ‘ভাইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমি দিয়ে দিয়েছি। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছি আমি।’ প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৬৭ আসনে। অন্যদিকে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...