Tuesday, November 11, 2025

সচেতনতায় বাঁচল কলকাতার দুই ফুসফুস, পুণ্যার্থীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসন কাউকে জোর করেনি, কোর্টের নির্দেশ মেনে ছট পালন করছেন মানুষই- পূণ্যার্থীদের ধন্যবাদ জানিয়ে এ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বিকেলে ছটপুজো উপলক্ষ্যে হেস্টিংসের তক্তা ঘাটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , “আমরা কোর্টের নির্দেশ মেনে, করোনা বিধিকে মাথায় রেখে সব উৎসব পালন করেছি। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে”। কটাক্ষ করে মমতা বলেন, “কেউ কেউ আসে ভাষণ দিয়ে চলে যায়। কিন্তু আমরা সব সময় সব উৎসবে সঙ্গে থাকি”।

আদালতের নির্দেশ মেনে এদিন বাঁচল কলকাতার দুই ফুসফুস রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। এই দু’টি জায়গাতেই এদিন ছটপুজো করা হয়নি।

রবীন্দ্র সরোবরের সামনে সকালে কয়েকজন পুর্ণার্থী ঢোকার চেষ্টা করলেও পুলিশের সতর্ক পাহারায় সেটা সম্ভব হয়নি। বিকেলের পর থেকে আর কোনো পুণ্যার্থী ঢোকার চেষ্টা করেননি।

সুভাষ সরোবরে ঢোকার চেষ্টা করেননি কেউ। পুণ্যার্থীরা নিজে থেকেই যাননি বলে জানান অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, স্থানীয় মানুষ সচেতনতার পরিচয় দিয়েছেন। তাঁরা নিজেরাই সুভাষ সরোবর পুজো করার জন্য যাননি। তবে প্রশাসনের তরফ থেকে সুভাষ সরোবরের ঠিক সামনে তাঁদের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানেই ছট পালন করেন তারা। এদিন ছোটি ছটে ছিল অস্তগামী সূর্যের পুজো। শনিবার উদীয়মান সূর্যের পুজো করা হবে। সেদিনও মানুষ সচেতনতা পরিচয় দেবেন বলে আশা করছে পুলিশ প্রশাসন।
এভাবেই আদালতের নির্দেশ মেনে ছট পালন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন- হাজার টাকায় অক্সফোর্ডের করোনা টিকা ফেব্রুয়ারিতেই, জানাল সেরাম

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...