Thursday, December 18, 2025

দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Date:

Share post:

অবশেষে অভিমান মিটল শোভন-বৈশাখীর। মেটালেন খোদ দিলীপ ঘোষ। আর অভিমানের পালা মেটার পর দিলীপ বললেন, এগুলো কোনও ইস্যু নয়। সমস্যা মিটে যাওয়ার পর প্রশান্তির হাসি ছড়িয়ে বৈশাখী মধ্যাহ্নভোজে দিলীপকে আমন্ত্রণ জানিয়ে বসলেন।

কী হয়েছিল? যার জন্য শোভন-বৈশাখী আসেননি বিজয়া সম্মিলনীতে? শোভন অভিযোগ করেন, শনিবার বৈশাখীর ফোনে বিজেপি থেকে ফোন যায়। বলা হয়, রবিবার বিজয়া সম্মিলনীতে শোভনবাবুকে আসতে বলবেন। বৈশাখীকে আমন্ত্রণ করা হয়নি। প্রাক্তন মেয়রের এই ব্যবহার বড্ড আঁতে লাগে। তাঁরা কেউই যাবেন না জানিয়ে দেন। এ নিয়ে জলঘোলা হতে থাকে। একটি মহল বলতে থাকে এই জুটিকে যারা অপছন্দ করেন, তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। যাতে দুদিন আগে মেনন-অমিতাভর শোভনের বাড়িতে সফল দৌত্যে চোনা পড়ে। আর এর পিছনে কেউ কেউ রাজ্য সভাপতির প্রচ্ছন্ন মদতও দেখছিলেন।

বিতর্কের মাঝে পাল্টা দিলীপ বলেন, ওদের ফোন করা হয়েছিল। বোধহয় ফোনটোন ধরেননি। নাছোড় বৈশাখী জানান, এরকম কোনও ফোন তাঁর কাছে আসেনি। কথাটা ঠিক নয়। ফলে বিতর্ক চড়তে থাকে। মতান্তর মেটাতে নামেন মেননরা। আমন্ত্রণের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সেলের অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, ভুলটা তাঁরই হয়েছে। তবে তিনি যা করেছেন তা দলের নির্দেশেই। এরপরই সক্রিয় হন দিলীপ। শোভনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মেননদের জানান, কিছুতেই ওদের ফোনে পাওয়া যাচ্ছে না। মেনন বোঝেন আসলে দলে একটা লবি বিরোধিতায় নেমেছে, যেখানে সামনে রাখা হচ্ছে দিলীপের নাম। যিনি বিষয়টির মধ্যে জড়িয়েই ছিলেন না! মেনন যোগাযোগ করেন বৈশাখীর সঙ্গে। বলেন, দিলীপদা খুঁজছেন। শুনে দিলীপকে রবিবার রাতে ফোন করেন বৈশাখী। দিলীপ বলেন, দুজনকে বলা হয়নি, আমি জানতামই না। আপনি আসুন দলের কাজে। আর এতেই সব অভিমান শেষ। বৈশাখী জানান, আগামিদিনে দিলীপদার নেতৃত্বেই কাজ করতে মুখিয়ে আছি। শুধু তাই নয়, রাজ্য সভাপতিকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছি। দিলীপদা আসবেন বলে কথা দিয়েছেন, দাবি বৈশাখীর।

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...