- গত ৩০ বছর ধরে আমি বড়মার চিকিৎসা করিয়েছি
- মতুয়াদের উন্নয়নে ১০ কোটি টাকা দিয়ে দিয়েছি
- হরিচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছি
- আমি বিজেপি নই, মিথ্যে কথা বলিনা
- মতুয়ারা সবাই এ দেশের নাগরিক
- প্রতিটি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়ে দিয়েছি
- আপনাদের কোনও প্রমাণপত্র লাগবে না
- বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে
- হিন্দুধর্ম স্বামীজি শেখাবে, ওরা শেখানোর কে?
- সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ
- ঠাকুর পরিবারকে ভেঙে দিয়েছে
- জনগণ কেঁদে বেড়াবে, দুটো আলুসেদ্ধ ভাত খেতে পাবে না। এর নাম বিজেপি সরকার
- আমরা কৃষকদের জমির খাজনা নিই না
- করোনা চিকিৎসা আমরা বিনা পয়সায় দিচ্ছি
- আমরা মানুষকে সাহায্য করি
- সাইকেল শুধু মেয়েদের নয়, ছেলেদেরকেও দেওয়া হবে।
- কেন্দ্র সরকার ডিএ বন্ধ করে দিয়েছেন।
- বাংলার ১০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৯ কোটি মানুষ সরকারি সুবিধা পায় পৃথিবীর আর কোথাও দেখেছেন কি
- মতুয়াদের সব দাবি আমি মেনে নিয়েছি
- রেশন একমাত্র আমাদের সরকারই বিনা পয়সায় দিচ্ছে এবং দেবে আমাদের সরকারই থাকবে
- পাড়ায় বহিরাগতরা ঢুকলে থানায় ডায়েরি করতে হবে তাদের আটকাতে হবে বাংলায় আমরা ঢুকতে দেবো না
- বিজেপি একেবারেই না ।এই রাজনৈতিক দলটা দেশটাকে শেষ করেছে
- দিল্লির মাটির কাছে বাংলার মাটি মাথা নত করবে না বাংলা বাংলাই থাকবে
আরও পড়ুন –বনগাঁয় মমতার সভা ঘিরে উৎসাহ তুঙ্গে, ডঙ্কা বাজিয়ে-নিশান উড়িয়ে হাজির মতুয়ারা
