Friday, August 29, 2025

কৈলাস বিজয়বর্গীয় টুইটে অপপ্রচার চালাচ্ছেন, দাবি গৌতম দেবের

Date:

Share post:

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী টুইটারে উত্তরকন্যা অভিযান নিয়ে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার উত্তরবঙ্গের অন্যতম তৃণমূল নেতা তথা পর্যটন মন্ত্রী বলেন, “বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল প্রচার করছে। কৈলাস বিজয়বর্গীয় উত্তরকন্যা অভিযানের সময়কার পুলিশের কাজের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ওই বন্দুক থেকেই ছররা গুলি ছোঁড়া হয়েছিল। অথচ পুলিশ স্পষ্ট বলছে, ছবিতে দেখানো বন্দুকটি “নন লেথাল উইপন” মানে স্রেফ রবার বুলেট ছোঁড়ার কাজে ব্যবহার হয়ে থাকে। সেখানে ছররা আসবে কোথা থেকে! এ সব অপপ্রচার।”

বুধবার সকালে কৈলাস বিজয়বর্গীয় একটি টুইট করেন। সেখানে উত্তরকন্যা অভিযানে পুলিশই শটগান থেকে গুলি চালিয়েছে বলে দাবি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি এটাও দাবি করেন, তাঁর কাছে এমন আরও ১০টি ভিডিও ফুটেজ রয়েছে যা থেকে বোঝা যাবে ওই দিন পুলিশই ছররা গুলি চালিয়েছিল।

এর পরে দুপুরেই আসরে নামেন তৃণমূল নেতা গৌতম দেব। তিনি পুলিশের হাতে থাকা ওই বন্দুক থেকে রবার বুলেট ছোঁড়া হয়েছিল বলে দাবি করেন। তিনি জানান, পুলিশ জানিয়ে দিয়েছে, ওই দিন জলকামান ও রবার বুলেট ছাড়া কিছু ব্যবহার হয়নি। তা ছাড়া ময়মনা তদন্তে দেখা গিয়েছে, খুব কাছ থেকে শটগান থেকে ছোঁড়াতেই মৃত্যু হয়েছে উলেন রায় নামে একজনের। গৌতম দেবের বক্তব্য, যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু, কারও মৃত্যুর বিনিময়ে রাজনৈতিক ফায়দা তোলার মানসিকতা নিন্দনীয়।

বিজেপির উত্তরবঙ্গের নেতাদের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফায় ময়নাতদন্তে অনেক কিছুই সামনে আসতে পারে। সেই রিপোর্ট দেখার পরেই তাঁরা পরের পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন ওই নেতারা।

আরও পড়ুন- বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন তপন মেমোরিয়াল, ম‍্যাচ সেরা শাহবাজ আহমেদ

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...