Friday, November 14, 2025

কৈলাস বিজয়বর্গীয় টুইটে অপপ্রচার চালাচ্ছেন, দাবি গৌতম দেবের

Date:

Share post:

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী টুইটারে উত্তরকন্যা অভিযান নিয়ে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার উত্তরবঙ্গের অন্যতম তৃণমূল নেতা তথা পর্যটন মন্ত্রী বলেন, “বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল প্রচার করছে। কৈলাস বিজয়বর্গীয় উত্তরকন্যা অভিযানের সময়কার পুলিশের কাজের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ওই বন্দুক থেকেই ছররা গুলি ছোঁড়া হয়েছিল। অথচ পুলিশ স্পষ্ট বলছে, ছবিতে দেখানো বন্দুকটি “নন লেথাল উইপন” মানে স্রেফ রবার বুলেট ছোঁড়ার কাজে ব্যবহার হয়ে থাকে। সেখানে ছররা আসবে কোথা থেকে! এ সব অপপ্রচার।”

বুধবার সকালে কৈলাস বিজয়বর্গীয় একটি টুইট করেন। সেখানে উত্তরকন্যা অভিযানে পুলিশই শটগান থেকে গুলি চালিয়েছে বলে দাবি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি এটাও দাবি করেন, তাঁর কাছে এমন আরও ১০টি ভিডিও ফুটেজ রয়েছে যা থেকে বোঝা যাবে ওই দিন পুলিশই ছররা গুলি চালিয়েছিল।

এর পরে দুপুরেই আসরে নামেন তৃণমূল নেতা গৌতম দেব। তিনি পুলিশের হাতে থাকা ওই বন্দুক থেকে রবার বুলেট ছোঁড়া হয়েছিল বলে দাবি করেন। তিনি জানান, পুলিশ জানিয়ে দিয়েছে, ওই দিন জলকামান ও রবার বুলেট ছাড়া কিছু ব্যবহার হয়নি। তা ছাড়া ময়মনা তদন্তে দেখা গিয়েছে, খুব কাছ থেকে শটগান থেকে ছোঁড়াতেই মৃত্যু হয়েছে উলেন রায় নামে একজনের। গৌতম দেবের বক্তব্য, যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু, কারও মৃত্যুর বিনিময়ে রাজনৈতিক ফায়দা তোলার মানসিকতা নিন্দনীয়।

বিজেপির উত্তরবঙ্গের নেতাদের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফায় ময়নাতদন্তে অনেক কিছুই সামনে আসতে পারে। সেই রিপোর্ট দেখার পরেই তাঁরা পরের পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন ওই নেতারা।

আরও পড়ুন- বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন তপন মেমোরিয়াল, ম‍্যাচ সেরা শাহবাজ আহমেদ

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...