শীত (Winter)ফিরছে। জাঁকিয়েই ফিরবে। কলকাতাবাসী (Kolkata )শীতের আমেজ পাবেন পুরোপুরি। এমনই সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

মেঘ আর কুয়াশায় মুখ ফিরিয়ে ছিল শীত। কিন্তু সপ্তাহের শেষে শনি-রবিবার জাঁকিয়ে নামতে পারে শীত। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৭.৯৯ শতাংশ।

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে । বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ । দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

আরও পড়ুন : বাইক নিয়ে লং ট্যুরে যেতে চান? সঙ্গে থাকবে আইআরসিটিসি
কিন্তু পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫° বা তার নিচে ঘোরাফেরা করবে। ফলে রাজ্যজুড়ে আরো একবার জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা।
