Saturday, January 10, 2026

লাদাখ নিয়ে শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ তৈরি ভারত, কলকাতায় এসে জানালেন বিপিন রাওয়াত

Date:

Share post:

“দেশের ভূখণ্ডকে ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে কোনও আপস করবে না আমাদের সেনা। স্থল, জল কিংবা আকাশসীমা, সমস্ত দিক থেকে শত্রুকে জবাব দেওয়ার জন্য তৈরি আমরা।” আজ, সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে বললেন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত।

বছরখানেক ধরে লাদাখে সীমান্তে এক উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে তিব্বতে তৎপরতা শুরু করেছে চিনের লাল ফৌজ। বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই দাবি করে বিপিন রাওয়াত বলেন, “চিনের মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ডোকালাতেও ২০১৭ সালে এই সমস্যা তৈরি করে চিন। এনিয়ে বাড়াবাড়ি হয়নি। পিএলএ সমস্যা জটিল করার চেষ্টা করছে ওরা। আমরাও ব্যবস্থা নিচ্ছি।”

চিনের পাশাপাশি কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এই প্রসঙ্গে বিপিন রাওয়াত বলেন, “আমরা যেভাবে প্রস্ততি নিয়েছি সেখানে শত্রুপক্ষ কোনও পদক্ষেও নিতে গেলে তাদের চিন্তার করতে হবে।”

শত্রুর মোকাবিলায় উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন দেখা দিচ্ছে। সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সুবিধে, অসুবিধে দুটোই রয়েছে। বর্তমানে ভারতের নৌসেনার বিমান বহরের প্রয়োজন। যা নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। দেশের তিন বাহিনী যখন জুড়ে একটি ছাতারতলায় আনার ফলে দেশের প্রতিরক্ষায় অনেক শক্তি বেড়েছে বলে দাবি করেন চিফ অফ আর্মি স্টাফ।

আরও পড়ুন:পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

একইসঙ্গে রাওয়াত জানান ভারতের সামনে অনেক প্রতিপক্ষ। তাই সেনাবাহিনীকে অনেক বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে। তাঁর কথায়, “আমরা একদিকে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছি, অন্যদিকে সমুদ্রে চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। এর ফলে আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছি। জলসীমার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা করে দেখাতে পেরেছি।”

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...