Wednesday, August 27, 2025

নাম না করে তৃণমূলকে ভোটে হারানোর হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই তিনি ‘অরাজনৈতিক’ কর্মসূচি পালন করে চলেছেন ৷ মঙ্গলবার, তেমনই এক ‘অরাজনৈতিক’ সভায় স্পষ্টভাবে রাজনৈতিক বার্তাই দিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

এদিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক তথা হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্তের ১২১তম জন্মদিবস স্মরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই শুভেন্দু বলেছেন,

◾যারা ব্যক্তি-আক্রমণ করে চলেছেন, কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারবেন৷ চটঘেরা জায়গায় ঢুকে মানুষ যখন নিজেদের মতপ্রকাশ করবেন তখন ওদের অবস্থা হবে অনিল বসু, লক্ষ্মন শেঠ, বিনয় কোনারদের মতো৷

◾দেশের সংবিধানে বলা আছে প্রশাসনিক ব্যবস্থা for the people, by the people, of the people
হতে হবে৷ পশ্চিমবঙ্গে for the party, by the party, of the party চলছে৷ সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷

◾নন্দীগ্রাম আন্দোলন কোনও দলের বা ব্যক্তির ছিলোনা৷ ওই আন্দোলন ছিলো সাধারণ মানুষের৷

◾১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাংসদ থাকা সতীশ সামন্তকে প্রাক্তণ প্রধানমন্ত্রী নেহরু কোনওদিন ‘অহিন্দিভাষী’ ভাবেননি৷ সতীশবাবুও নেহরুকে কখনও ‘বহিরাগত’ ভাবতেন না৷

◾আমার বিরুদ্ধে বলা হচ্ছিলো, আমি পদে থাকা ক্ষমতা দেখিয়ে সভা- সমাবেশে লোক আনছি৷ গত ২৭ নভেম্বর সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি৷ তারপরেও সভায় হাজার হাজার লোক আসছেন৷ এই মানুষ তৃণমূলের নয়, বিজেপি, কংগ্রেস বা সিপিএমের নয়৷ এনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে৷ তাই ওনারা আসেন৷

এদিন প্রদীপ জ্বালিয়ে সতীশচন্দ্র সামন্তের ১২১তম জন্মদিবস স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শুভেন্দু ৷ এদিন রক্তদান শিবির, বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ, শীতবস্ত্র বিতরণ জাতীয় একাধিক সমাজকল্যাণমুখী কর্মসূচিরও আয়োজন করা হয়েছিলো৷ বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান শুভেন্দু। শিখ ও জৈন সম্প্রদায়ের তরফে আলাদাভাবে স্বাগত জানানো হয় শুভেন্দু অধিকারীকে৷

আরও পড়ুন – আজ জন্মদিনেই বড় ঘোষণা, ১৯-এ অমিত শাহের পাশে শুভেন্দু

রাজনৈতিক মহলের ধারনা ছিলো এদিনের অনুষ্ঠানেই হয়তো বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাঁর নতুন রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু ৷ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হওয়ার পর ছবিটা কিছুটা স্পষ্ট হলেও, ইঙ্গিতপূর্ণ কয়েকটি লাইন ছাড়া, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এদিনও কিছুই জানাননি শুভেন্দু অধিকারী৷

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...