Friday, November 14, 2025

শুভেন্দুর সঙ্গেই শিবিরবদল করছেন শীলভদ্র দত্ত ? জল্পনা তৃতীয় নাম নিয়েও

Date:

Share post:

শেষমুহুর্তে পরিকল্পনার রদবদল না হলে আগামী শনিবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikary) তিন তৃণমূল বিধায়ক৷ বিজেপি সূত্রের খবর, প্রথম জন অবশ্যই শুভেন্দু অধিকারী, দ্বিতীয় বিধায়ক বারাকপুরের শীলভদ্র দত্ত (Silbhadra Dutta)৷ তৃতীয়জনের নাম গেরুয়া শিবির এখনও গোপন রেখেছে৷ কারন, শেষদফার আলোচনা এখনও চলছে৷ শনিবারের মধ্যে দু’তরফের কথাবার্তা ইতিবাচক হলেই তৃতীয় নাম সামনে আনবে বিজেপি৷ না হলে পরের দফায় এই তৃতীয় নেতা পদ্ম-পতাকা হাতে নেবেন, এমনই স্থির হয়েছে বিজেপির তরফে৷

বারাকপুরের তৃণমূল (TMC) বিধায়ক শীলভদ্র দত্ত বছর দুয়েক ধরেই বেসুরো গাইছেন৷ তৃণমূল বৃত্তে তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গেও সুসম্পর্ক আছে তাঁর৷ মুকুলবাবুর বিজেপি যোগদানের সময়ই কথা ভেসেছিলো একইসঙ্গে তিনিও বিজেপিতে যাচ্ছেন৷ সেই লক্ষ্যে তিনি তখন মুকুল রায়ের দিল্লির বাড়িতেও গিয়েছিলেন৷ কিন্তু যে কোনও কারনেই হোক, সে যাত্রায় শীলভদ্র আর বিজেপিতে যাননি৷ এরপর তৃণমূলও তাঁকে স্বীকৃতি দেয় দলের অন্যতম সাধারণ সম্পাদক পদে বসিয়ে৷

ইদানিং শীলভদ্র দত্ত ফের তৎপর হয়েছেন৷ বেসুরো বক্তব্যে নজর কাড়ছেন৷ আর ভোটে দাঁড়াবেন না, বলেছেন বারাকপুরের এই ১০ বছরের বিধায়ক৷ গত একমাসে তিনি দু’বার দেখা করেছেন মুকুল রায়ের সঙ্গে৷ তোপ দেগেছেন প্রশান্ত কিশোরের দিকে৷ দলের সাংগঠনিক বিষয়ে মাথা গলানোর অধিকার প্রশান্ত কিশোরের আছে কি’না, তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন শীলভদ্র৷ তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বাড়িতে গিয়েও দেখা পাননি৷ মোটের ওপর, তৃণমূলের সঙ্গে অনেকটাই দূরত্ব বাড়িয়েছেন বিধায়ক শীলভদ্র৷ মুকুল রায় সূত্রের খবর, শীলভদ্র দত্তর বিজেপিতে যোগদান নিশ্চিত ৷ মুকুলের ব্যবস্থা অনুসারেই শনিবার নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর বিজেপিতে যোগদান মোটামুটি পাকা৷

এই মুহুর্তে তৃতীয়জনকে নিয়ে জল্পনা চলছে৷ তবে উল্লেখযোগ্য কিছু জানা যায়নি৷ শুধু জানা গিয়েছে জেলাস্তরের প্রথম সারির তৃণমূল নেতা তথা বিধায়ক তিনি৷

এদিকে জোর জল্পনা আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন শুভেন্দু অধিকারী৷ শীলভদ্র দত্ত আদৌ ইস্তফা দেবেন কি’না, ইস্তফা দিলে কবে দেবেন, তা এখনও স্পষ্ট নয়৷

আরও পড়ুন-সুব্রত-অনুব্রতকেও দলে টানার চেষ্টা বিজেপির: অভিযোগ মমতার

spot_img

Related articles

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...