Friday, November 14, 2025

নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে নেওয়ার পরদিন এই বিজেপি নেতা কী বললেন শুনুন!

Date:

Share post:

নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূল-ত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে গতকালই বিজেপিতে বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরদিন উল্টো সুর বিজেপিরই আরেক প্রভাবশালী নেতার গলায়। রবিবার হুগলির চুঁচুড়ায় দলীয় বৈঠকে যোগ দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতবার উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের সময় তিনিই ছিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি। এহেন প্রভাবশালী বিজেপি নেতা বাংলায় দলের প্রচারে এসে বললেন, আমাদের দলে ভ্রষ্টাচারীদের জায়গা নেই। শনিবার নারদ ঘুষকান্ডে অভিযুক্ত শুভেন্দুকে সাদরে দলে নিয়েছেন অমিত শাহ। আর তার পরদিন মৌর্যের কথা শুনে অবাক সবাই।

বিজেপির হুগলি জেলায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মৌর্য। সেখানে তিনি বলেন, “ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোনও জায়গা নেই।” নারদকান্ডে নাম জড়ানো শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। শুরুতেই তিনি পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বলেন, “তৃণমূল কংগ্রেসে দুর্নীতিপরায়ণ নেতার সংখ্যা এত বেশী যে সেই সমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না।” তাঁর দাবি, “সবাই ভাবছেন দুর্নীতিপরায়ণ নেতারা বিজেপিতে আসলে বিজেপি তাদের গ্রহণ করবে। কিন্তু তা ঠিক নয়।” মৌর্যের ব্যাখ্যা, “বিজেপি একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আর সেখানে যারা আছেন তাঁরাই ঠিক করেন কাকে নেওয়া হবে আর কাকে নয়। দুর্নীতিগ্রস্তদের আমরা সংরক্ষণ দিই না, সাজা দিই।”

আরও পড়ুন- ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের, সোমবার ফের অনশনে অন্নদাতারা

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...