শেষ পর্যন্ত আমি জিতব- বিজেপির করা আক্রমণের প্রেক্ষিতে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি সহজ সরল ঘরের মেয়ে, তাঁকে রোজ গালাগালি দেয়। তিনি তো প্রতিবাদ করেন না। আমি করি না কারণ আমি জানি যে এন্ড অফ ডে আমিই জিতব”।

আরও পড়ুন:একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

এদিন সাংবাদিক বৈঠকে, অমর্ত্য সেনের (Amatrya Sen) প্রতীচীর বাড়ি সংক্রন্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রতিবাদ করেন না বলেই, তাঁর উদ্দেশ্যে কুকথা বলে বিজেপি। এটা বলতে বলতে, বাংলার মণীষীদের সম্পর্কেও মিথ্যে ভাষণ দিচ্ছে গেরুয়া শিবির। তবে, বাংলার মানুষে সেটা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মমতা। বলেন, বিজেপির (BJP) দিন ফুরিয়ে এসেছে।
