কথা মিটল না, ফের সরকার কৃষক বৈঠক আগামী ২৯ শে

দুপক্ষের মধ্যে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড (five round meeting)কথা হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফের ষষ্ঠ রাউন্ডের বৈঠকে সরকারের (government)সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিক্ষোভরত কৃষকরা। আলোচনার দিন স্থির হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

বিক্ষোভকারী কৃষকরা হুমকি দিয়েছেন যদি কেন্দ্র কৃষি আইন (Farmers law)বাতিল করার দাবি না মেনে নেয় তবে ৩০ তারিখ তাঁরা সিঙ্ঘু সীমানা থেকে ট্রাক্টর মার্চ করবেন। বিক্ষোভকারীদের দাবি কৃষক আইন পুরোপুরি বাতিল করতে হবে

কৃষক নেতা(Farmers Union leader) দর্শন লাল বলেছেন ২৯ তারিখের আলোচনায় সরকার এই দাবি না মানলে কুণ্ডলী -মানেশর -পালওয়াল হাইওয়েতে ৩০ তারিখ ট্রাক্টর মার্চ করবেন তাঁরা। দিল্লি ও দেশের আশপাশের মানুষরা যাতে তাঁদের সঙ্গে এসে নতুন বছর উদযাপন করেন সেই আহ্বান করেছেন তিনি।

অন্যদিকে ভারতীয় কিষান ইউনিয়নের (Kissan Union)মুখপাত্র রাকেশ দাবি করেছেন তাঁকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ফোন আসছে । তিনি কল রেকর্ডিং পুলিশকে ফরওয়ার্ড করেছেন।

আরও পড়ুন- দেবজিতের তত্ত্বাবধানে শোভন বিজেপির কলকাতার পর্যবেক্ষক, সহকারী বৈশাখী

Previous articleপরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের
Next articleJDU সর্বভারতীয় সভাপতির পদ ছাড়লেন নীতীশকুমার