Friday, August 22, 2025

শিশির অধিকারীর কাছে বিজেপি সাংসদ, কাঁথির ১৬ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে?

Date:

Share post:

কোচবিহারে বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক৷ তার কয়েকদিন পরই মিহির গোস্বামী যোগ দেন বিজেপিতে৷

ফের সেই একই ঘটনা৷

এবার প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary) সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো- সহ (Jyotirmoy Mahato) বেশ কয়েকজন বিজেপি (BJP) নেতা।

তাহলে শিশিরবাবুর পদ্মাসনে বসা কি চূড়ান্ত ?জোর জল্পনা রাজ্য রাজনীতিতে৷

এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি কাঁথির ডরমেটরি সংলগ্ন মাঠে বিজেপি’‌র সভা হতে চলেছে। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ওই সভামঞ্চেই কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর, তৃণমূলের বেশ কিছু প্রতিষ্ঠিত নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন৷
শুভেন্দু অধিকারী মঙ্গলবারই ‘রহস্যময়’ এক মন্তব্য করে বলেছেন, “আমার বাড়ির সদস্যরাও পদ্ম ফোটাবে।” ঠিক তার পরেরদিনই শুভেন্দু অধিকারীর পিতা সাংসদ শিশির অধিকারীর কাছে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়৷

আরও পড়ুন:অধিকারীদের দলে থাকার পরিস্থিতি আর নেই: কণাদ দাশগুপ্তর কলম

ওদিকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। গোটা অধিকারী- পরিবারই আজ তৃণমূলের ‘সন্দেহের’ তালিকায়৷ শিশিরবাবু জেলা তৃণমূলের সভাপতি হওয়া সত্ত্বেও নিজেই তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না। ওদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর অপসারণের প্রতিবাদে নিজেই ঘোষণা করেছেন, কাঁথি পুরসভায় নিজের অফিসে আর ঢুকবেন না বলে ঘোষণা করেছেন৷ পরিবার যখন এই পরিস্থিতিতে, তখন হ কাঁথিতে বিজেপি’‌র সংগঠন জোরদার করতে তত্‍পর শুভেন্দু অধিকারী। রণকৌশল ঠিক করতে বুধবার নিজের বাড়িতেই বৈঠক করলেন শুভেন্দু। আবার এদিনই বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে এসে দেখা করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত–সহ বেশ কয়েকজন নেতা। জ্যোতির্ময়বাবু পরে জানান, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎকার।

spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...