Thursday, November 13, 2025

দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(central health minister harsh vardhan) হর্ষবর্ধন ঘোষণা করেছেন দেশজুড়ে করোনা ভ্যাকসিন  (corona Vaccine)দেওয়া হবে বিনামূল্যে। কোভিশিল্ডকে (covishield) জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ দেওয়া হয়েছে। ডিসিজিকে এ ব্যাপারে সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

পাশাপাশি আজ দেশজুড়ে ভ্যাকসিনের ড্রাই রান (dry run of vaccine )শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তিনটি এলাকায় ভ্যাকসিনের ড্রাই রান চলছে। বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে সকাল সাড়ে নটা থেকে এই ড্রাই রান শুরু হয়েছিল। ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, অসম, দিল্লি-সহ মোট চার রাজ্যে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিনের ড্রাইরান শুধু এই চার রাজ্যে সীমাবদ্ধ থাকবে না দেশজুড়ে প্রতিটি রাজ্যেই শুরু হবে ড্রাই রান।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও নীতি আয়োগ প্রধান শনিবার জানিয়েছেন সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয় ভার বহন করবে না কেন্দ্র। নীতি আয়োগ প্রধান তথা ভারতের কোভিভ -১৯ টাস্কফোর্সের দায়িত্বে থাকা বিনোদ প্রধান জানিয়েছেন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং রোগী মিলিয়ে মোট ৩০ কোটি নাগরিককে সরকারি ব্যয়ে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে প্রথম দফার টিকাকরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

অ্যস্ট্রোজেনেকা(Astrogeneca) এবং অক্সফোর্ডের (Oxford) তৈরি প্রতিষেধকের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড। সেটি তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার ডিরেক্টর উমেশ শালিগ্রাম জানিয়েছেন এখনো পর্যন্ত আমাদের হাতে অ্যস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকের সাড়ে ৭ কোটি ডোজ রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তা ১০ কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে ।

আরো পড়ুন-এবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...