এবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়

এবার ময়দান ( Maidan ) নিয়ে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul supriyo) । প্রতিবছর অক্টোবরের ১ তারিখ থেকে ১৫ তারিখ বন্ধ থাকে ময়দান। এবার সেই ময়দান খোলা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে( Rajnath Singh Minister of Defence of India) চিঠি দিলেন বাবুল সুপ্রিয়।

প্রতিবছর ওই সময় ১৫ দিন বন্ধ থাকে ময়দান। সেই সময় কোন বল গড়াতে পারে না কলকাতা ময়দানে। সেই সময় কলকাতা ময়দান চলে যায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এবার সেই নিয়ম শিথিলের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দেন বাবুল সুপ্রিয়। এমনকি এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী কাছ থেকে আশ্বাসও মিলেছে বলে জানালেন তিনি।

চিঠিতে বাবুল সুপ্রিয় লেখেন, অক্টোবরের শুরুতেই কলকাতা ময়দান থেকে সেনার দীর্ঘদিনের নিয়ম তুলে নেওয়া হোক। ক্রীড়াপ্রেমীরা যাতে ওই ১৫ দিন কোন খেলা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি তুলে ধরেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন:বুমরাহের প্রশংসায় শোয়েব

Advt

Previous articleঅবৈধ পথে ভারতে ৩ যুবতী, হাজতবাস শেষে ফিরলেন দেশে
Next articleঅসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়