Monday, August 25, 2025

শুরুর আগেই তাল কাটল, বিজেপির মিছিলে শোভন থাকলেও নেই বৈশাখী

Date:

Share post:

আজ, সোমবার আলিপুর (Alipoor) থেকে তারাতলা-টালিগঞ্জ-হাজরা-চৌরঙ্গী হয়ে সেন্ট্রাল এভিনিউ বিজেপি (BJP) রাজ্য দফতর পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। যার মূল আকর্ষণ শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banarjee) খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজর আছে এই মিছিলের দিকে। যদিও
বিজেপির এই কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপরও বিজেপি নেতৃত্ব জানায় মিছিল হবেই। কিন্তু তাল কাটলো আরেক জায়গায়। মিছিলের অন্যতম আকর্ষণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিলে থাকছে না বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। বৈশাখীদেবী তাঁর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই দলের নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন : পুলিশি অনুমতি নেই, শোভনের মিছিল ঘিরে ব্যাপক ঝামেলার আশঙ্কা

এদিকে এই মিছিলের আগে গতকাল, রবিবার রাতে গোলপার্কের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নেতৃত্বে বৈঠকে বসেছিল বিজেপি(BJP) কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিজেপি (BJP) সূত্রে খবর, সোমবার দলের রাজ্য দফতরে পৌঁছনোর পরে শোভনবাবু কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। সেইসব বিষয় নিয়েই নিজের জোনের কোর গ্ৰুপের সঙ্গে আলোচনার জন্য এই বৈঠক। সেখানেই শোনা যায় মিছিলে থাকতে পারবেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন-বৈশাখী। এরপর থেকে দীর্ঘ সময় দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি, শোভনকে কলকাতার দলীয় পর্যবেক্ষক, আর বৈশাখীকে সহ-পর্যবেক্ষক করে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য দফতরে তাঁদের জন্য পৃথক অফিসের ব্যবস্থাও করা হয়।

ভোটের মুখে বিজেপিতে (BJP) বড় পদ পাওয়ার পর আজ, সোমবার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নতুন করে স্বাগত জানাতে একটি মিছিলের আয়োজন করেছে গেরুয়াশিবির । আলিপুর থেকে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা থাকলেও চিঠি দিয়ে ইতিমধ্যেই মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে লালবাজার। যদিও বিজেপির নেতৃত্বের একটা অংশ জানিয়েছেন মিছিল তাঁরা করবেনই।

Advt

spot_img

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...