Saturday, August 23, 2025

‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের

Date:

Share post:

তৃণমূলকে নিশানা করে পাল্টা তোপ সাংসদ সুনীল মণ্ডলের৷

মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। এরপরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এবার তাঁর প্রাক্তন দলের নেতৃত্বের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুলে সাংসদ সুনীল মণ্ডল বলেছেন, “গত ৫ বছরে একাধিক বাম- কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি। কেউ ইস্তফা দেয়নি৷ তখন কোথায় ছিলো তৃণমূলের এই নীতিজ্ঞান ? ওরা কোনও পদক্ষেপ করেনি। অথচ আমার বেলা সাংসদ পদ খারিজের চিঠি দিলেন সুদীপবাবু।” এরপরই তিনি বলেন, “”আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি জোর গলায় বলছি জনগণের চাপে আমি দলবদল করেছি। উপনির্বাচনে জিতে তা প্রমাণ করে দেব। তিন থেকে চার লক্ষ ভোটে জিতবো।”

তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকারকে চিঠিও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে সুনীল মণ্ডল বলেছেন, “দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের কোনও সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি গত বেশ কয়েক বছর। আমার সংসদীয় তহবিলের টাকায় উন্নয়ন হচ্ছে আর তার ফিতে কাটছে জেলার নেতারা। আমাকে একবার ডাকার বা জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেননি।” কেন দল
ছেড়েছি তিনি তা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে নিজে জানিয়েছেন বলেও এদিন দাবি করেন সুনীল মণ্ডল।

আরও পড়ুন : দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...