দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

ফের শিরোনামে ‘বিজেপি নেতা’ কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, গত সোমবার একেবারে শেষমুহুর্তে দলের মিছিলে গরহাজির থাকায় শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই শোভন চট্টোপাধ্যায় ‘বদলে’ গিয়েছেন৷ বিজেপির এক শীর্ষ নেতা বুধবার জানিয়েছেন, সোমবার রাত থেকেই শোভনের ওপর চাপ বাড়ানো শুরু করেছে বিজেপি। শোভনের বিরুদ্ধে দলীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এই চাপেই ছবি বদলে যায়৷ শোভন নিজেই বিনা শর্তেই এবার বিজেপির হয়ে পথে নামতে আগ্রহ দেখিয়েছেন৷

এর পরই স্থির হয়েছে, আগামী সপ্তাহেই বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে পারেন শোভন৷ গত সোমবার বিজেপির পদযাত্রার প্রধান মুখ হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় গরহাজির থাকেন৷ এর ফলে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে৷ শোভন মিছিলে হাজির না হওয়ায় কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল হয়। ওই রাতেই বিজেপি দফতরে শোভনের জন্য বরাদ্দ ঘরে তালাও পড়ে যায়। নেমপ্লেট হিসাবে তাঁর নাম লেখা কাগজটি ছিঁড়ে ফেলা হয়।

আরও পড়ুন : শোভন-বৈশাখীর জন্য “দরজা বন্ধ” বিজেপি রাজ্য দফতরে, খোলা হল নেম-প্লেট

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শোভনের সঙ্গে বৈঠক করেন বিজেপির কলকাতা জোনের আহ্বায়ক দেবজিৎ সরকার। ওই বৈঠকেই আগামী সপ্তাহে শোভনের মিছিল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে খবর। কবে মিছিল হবে, মিছিল শুরু হবে কোথা থেকে, কোথায় শেষ হবে, তা অবশ্য এখনও স্থির হয়নি৷

Advt

Previous articleটানা উত্থানের পর বুধবার সামান্য নামল দেশের শেয়ার বাজার
Next article‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের