Wednesday, November 12, 2025

দেশে কৃষক আন্দোলন ছড়ানোর উপায় বের করতে আজ বৈঠকে সোনিয়া

Date:

Share post:

আজ দিল্লির (Delhi) বুকে কৃষক আন্দোলনের প্রায় ৪৫ দিন। আটবার কেন্দ্র-কৃষক বৈঠকে বসলেও মেলেনি কোনও রফাসূত্র। কেন্দ্রীয় সরকার কৃষি আইনের (Farm Law) সংশোধনের কথা জানালেও তা মানতে নারাজ কৃষকরা। কৃষকদের দাবি, কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু এই আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র। দিল্লির কনকনে ঠান্ডার মধ্যে কৃষকরা দিনের পর দিন তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিজেদের জায়গা থেকে তাঁরা সরতে নারাজ। আন্দোলনরত বহু কৃষকই মারা গিয়েছেন ইতিমধ্যে। কিন্তু এখনও কেন্দ্র-কৃষক বৈঠকে মেলেনি কোনও রফা। এবার কৃষক আন্দোলনের সমর্থনে পথে নামতে চায় কংগ্রেস (Congress)। তা নিয়েই দলীয় নেতাদের সঙ্গে শনিবার (Saturday) বৈঠকে বসতে পারেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।

শুক্রবার (Friday) অষ্টম দফার আলোচনা পরেও কৃষকদের আইন প্রত্যাহারের দাবি মানতে নারাজ মোদি সরকার (Modi Government)। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চাষিরা জানিয়েছেন, আইন ওয়াপসি না হলে তাঁদেরও ঘর ওয়াপসিও হবে না। প্রজাতন্ত্র দিবসে (Republic Day) রাজধানীতে বিরাট ট্র‌্যাক্টর মিছিল করার কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলো।

এহেন পরিস্থিতিতে দলের সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্তদের সঙ্গে বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী। সূত্রের খবর, কৃষকদের এই আন্দোলনকে গোটা দেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই সংক্রান্ত কর্মসূচি নিয়ে আলোচনা হবে শনিবার। দলের নেতা-কর্মী এবং সমর্থকদের আরও আক্রমণাত্মক হতে বলবেন তিনি।

কৃষক আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছে কংগ্রেস। কিছুদিন আগেই আক্রমণ শানিয়ে সোনিয়া বলেছিলেন, তিনি এমন অহংকারী সরকার আগে দেখেননি। তবে আজ বৈঠকের পর কংগ্রেস কী কী কর্মসূচি গ্রহণ করে, তাই দেখার।

আরও পড়ুন-ফের হামলা হলে বিজেপি কর্মীরাই বুঝিয়ে দেবে, হুমকি দিলেন কৈলাশ

Advt

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...