Sunday, November 9, 2025

শেষ মুহূর্তে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার প্রস্তাব খারিজ করলেন পেন্স

Date:

Share post:

ক্যাপিটল হিলে (capitol hill) তাণ্ডবের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (donald trump) তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার প্রস্তাব খারিজ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense)। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হিংসার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেও বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকতে চান তিনি। এই বিষয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য পেন্সকে চাপ দেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি (nancy pelosi) এক চিঠি দিয়ে ক্যাপিটল হিলে হামলার পর দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগ তুলে সংবিধানের ২৫ তম সংশোধনী অনুসারে ট্রাম্পকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। সংবিধানের এই বিশেষ ধারা প্রয়োগ করার ক্ষমতা রয়েছে ভাইস প্রেসিডেন্টের। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense) জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দিতে ২৫ তম সংশোধনী প্রয়োগ করবেন না তিনি। সংশধোনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে পেন্স বলেছেন, এই দাবি থেকে আমাদের সরে আসতে হবে। এই মুহূর্তে এমন আবেগ দেশকে আরও বিভাজিত করবে এবং অশান্তি বাড়বে।এই পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সদস্যদের বক্তব্য, সংবিধানের ২৫ তম সংশোধনীটি আনা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা দূর করতে। কিন্তু হাউস রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যরা এটাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে। এই দাবি পূরণ করা যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে গত সপ্তাহেই ভয়াবহ তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। অনেকের মতে, মার্কিন গণতন্ত্রের প্রতীক হিসেবে চিহ্নিত ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা শুধু বেনজির তাই নয়, তা আমেরিকার গণতন্ত্রের উপর আঘাত। এই হিংসার ঘটনায় এক পুলিশ ও এক মহিলা সহ ৫ জন নিহত হন। এই হামলায় মদত দেওয়ার অভিযোগেই ট্রাম্পকে পদচ্যুত করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের (impeachment) প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। আজ বুধবার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মত ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটি করাতে চায়। এই ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হবে বলে আশাপ্রকাশ করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসি তাঁর চিঠিতে জানিয়েছেন, আমরা জরুরি ভিত্তিতে কাজ করব, কারণ এই প্রেসিডেন্ট গণতন্ত্রের উপর হিংসার প্রতিনিধিত্ব করছেন। তাঁর প্ররোচনাতেই গণতন্ত্রের ওপর ভয়াবহ হামলা হয়েছে। ফলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...