Thursday, December 11, 2025

রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান : পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন

Date:

Share post:

রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান। গুজবে কান দেবেন না। তবে অন্যান্য রাজ্যের বার্ড ফ্লু-র আঁচ যাতে এ রাজ্যে না লাগে, তার জন্য মুরগি ও পাখির খামারগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন। দেশজুড়ে ১২টির ও বেশি রাজ্যে ইতিমধ্যেই বার্ড ফ্লু ছড়িয়েছে। পাখির মৃত্যুও বাড়ছে।  পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন’- এর সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় গত দু’দিনে পশ্চিমবঙ্গে মুরগির মাংসের বিক্রি ২০ শতাংশ কমেছে। তবে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন, গুজবে কান দেবেন না। গুজবের কারণেই আতঙ্ক ছড়াচ্ছে। যার ফলে মুরগির মাংসের বিক্রি কমছে।

এ রাজ্যে বার্ড ফ্লু ঠেকাতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কলকাতা- সহ প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সচেতনতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাণিসম্পদ দফতর সূত্রের খবর, প্রতি সপ্তাহে এ রাজ্যে দু’কোটি পঞ্চাশ লক্ষ কেজি মুরগির মাংস প্রয়োজন পরে। প্রতিদিন ডিম দরকার পরে তিন লক্ষ। মদনমোহনবাবুর কথায়, ”স্রেফ গুজবের কারণে গত দু’দিনে মুরগির মাংসের পাশাপাশি ডিম বিক্রিও ২০ শতাংশ কমেছে।” পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার বলেছেন, বার্ড ফ্লু পাখিদের ইনফ্লুয়েঞ্জা। তবে এই ভাইরাস মানুষের দেহে ছড়ায় না। রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান। গুজবে কান দেবেন না। তবে অন্যান্য রাজ্যের বার্ড ফ্লু-র আঁচ যাতে এ রাজ্যে না লাগে, তার জন্য মুরগি ও পাখির খামারগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি খামার মালিকদের উদ্দেশ্যে বলেছেন, রাজ্যের খামারগুলিকে জৈব সুরক্ষার ব্যবস্থা করতে হবে। নিয়মিত পরিষ্কার করে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খামার চত্বরে চুন ছড়ানো এবং সোডিয়াম হাইপোক্লোরাইট জলে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতিটি খামারের প্রবেশদ্বারে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ‘ফুটবাথ’ ব্যবহার করতে হবে। খামারে পাখি বা মুরগির অস্বাভাবিক মৃত্যু হলেই অবিলম্বে প্রাণি চিকিত্‍সকের পরামর্শ নেওয়া উচিত। মৃত পাখিটিকে মাটির অন্তত তিন ফুট নিচে  পুঁতে দিতে হবে।

Advt

spot_img

Related articles

উত্তরে দ্রুত নামছে তাপমাত্রা, দক্ষিণের সর্বনিম্ন উষ্ণতা ১১ ডিগ্রির ঘরে!

রাজ্যজুড়ে শীতের চেনা মেজাজ। বৃহস্পতির সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ পতন অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) আজ...

যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

খাস কলকাতায় বাঙালির খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীদের। ময়দানে মার খেলেন বাঙালি ফেরিওয়ালারা। নষ্ট করা হল তাঁদের...

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও...